গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দিঘিরপাড় এলাকায় আসামি ধরতে গিয়ে ফোরার পথে পীরগঞ্জ থানার অপারেশন ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে থাকা শট গানের ২০ রাউন্ড গুলি, ৩টি ওকিটকি ও আসামি লিটনকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আসামি পক্ষের ৯ জনকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন পীরগঞ্জ থানার অপারেশন ওসি মোস্তফা কামাল, এসআই ব্রজ গোপাল কর্মকার, এএসআই এনায়েত হোসেন ও পুলিশ সদস্য জাহিদ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে অপরাশেন ওসির নেতৃত্বে চুরি হওয়া স্বার্ণালংকার উদ্ধার করতে গাজীপুরের কালিয়াকৈর আসে। পরে কালিয়াকৈর থানার সহযোগিতায় উপজেলার হরিণহাটি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে পিকআপের চালক কাদের ওরফে ধুক্কাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী লিটনের স্বর্ণের দোকানে গিয়ে ১৬ ভরি স্বর্ণ, ৯০ ভরি রুপা উদ্ধার করা হয়।
পরে পুলিশ অভিযান শেষে লিটন ও ধুক্কাকে নিয়ে আসার সময় আসামিপক্ষের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশে লোকজন পুলিশের ওপর হামলা করে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয় ও একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পীরগঞ্জ থানার অপারেশন ওসি মোস্তফা কামাল জানান, গত ১৮ নভেম্বর পীরগঞ্জ সুকান্ত কর্মকারের সরকার জুয়ের্লাস থেকে ২৪ ভরি ও ৯০ ভর্রি রুপা ও নগদ ৪৩ হাজার টাকা লোহার সিন্ধুক থেকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় সুশান্ত সরকার বাদী হয়ে পীরগঞ্জ থানা একটি জিডি করেন। জিডির ভিত্তিতে তথ্য প্রযুক্তি মাধ্যমে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানার হরিণহাটি এলাকা চুরি হওয়া মালামাল রয়েছে। তার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে মালামাল উদ্ধার করার জন্য কালিয়াকৈর আসি। পরে ওই এলাকায় অভিযান করতে যাই। এ সময় মালামাল উদ্ধার শেষে লিটন ও ধুক্কা নামে দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আসামি পক্ষের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত । এ ঘটনায় আমিসহ আমার টিমের ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মন্তব্য করুন