দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
দেবিদ্বার পৌরসভা নির্বাচন

দুই মেয়র প্রার্থীসহ বিএনপির ১২ নেতা বহিষ্কার

বহিষ্কার হওয়া দুই মেয়র প্রার্থী। ছবি : সংগৃহীত 
বহিষ্কার হওয়া দুই মেয়র প্রার্থী। ছবি : সংগৃহীত 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় দুই মেয়র প্রার্থী ও ১০ কাউন্সিলর প্রার্থীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।

বহিষ্কৃতরা হলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহজাহান মোল্লা (ইস্ত্রি প্রতীক) ও পৌর বিএনপির সদস্য মো. শরিফুল ইসলাম ওরফে সুমন (চামচ প্রতীক)।

অপরদিকে ১০ কাউন্সিলর প্রার্থীরা হলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহসিন সরকার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবদুল আলীম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এ আর আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম সরকার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সদস্য বশির আহমেদ সরকার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মজিবুর রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদ মিয়া (কর্মকার)।

দলীয় সূত্র বলছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমান সরকারের অধীনে সব ধরনের নির্বাচনে দলগতভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দলটি। এরই অংশ হিসেবে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বহিষ্কার করা হয়। এর আগে গত ২৬ জুন পৃথক চিঠিতে তাদের ২৪ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কেউই চিঠির জবাব দেয়নি বলে বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে ‘দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।’

এ বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির নেতা মো. শাহজাহান মোল্লা বলেন, ২৪ ঘণ্টার সময় দিয়ে আমাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশ হাতে আসার আগেই জানতে পারলাম আজীবন বহিষ্কার।

তিনি আরও বলেন, ‘দীর্ঘ প্রায় ২২ বছর পর নির্বাচন হতে হচ্ছে, তাই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধে প্রার্থী হয়েছি।’ দলে থাকার বিষয়ে অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘দল থেকে আমাকে বহিষ্কার করলেও মনকে তো আর বহিষ্কার করা যায় না। এজন্য শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবেই আমরণ এ দলের সঙ্গে সম্পর্ক থাকবে।’

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, ‘আমাদের দল বিএনপির সিদ্ধান্ত বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তাই দলের সিদ্ধান্ত অমান্য করে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃতদের কাছে কারণ দর্শানোর চিঠি পাঠানো নিয়ে শাহজাহান মোল্লার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যথাসময়ে শাহজাহান মোল্লার হোয়াটসঅ্যাপে ও বাসায় লোক দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এর প্রমাণও আছে।’

উল্লেখ্য, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভার যাত্রা শুরু হয়। কিন্তু সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় গত প্রায় ২২ বছরেও নির্বাচন হয়নি। এবারই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৩১ মে পৌর নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে ৮, সাধারণ কাউন্সিলর পদে ৬৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ভোটার রয়েছে প্রায় ৪৪ হাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামদানির সঙ্গে শুক্রবার বসবেন ট্রাম্প

শীত এলেই কি চুল পড়ে বা ভেঙে যায়, বিশেষজ্ঞ জানালেন যত্নের উপায়

নভেম্বরেই কি দেশে শৈত্যপ্রবাহ আসছে?

চাঁদাবাজদের রুখতে হলে প্রস্তুতি নিতে হবে : ইঞ্জিনিয়ার ইকবাল

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

ট্রাম্পের জলবায়ু নীতিতে বাড়তে পারে ১৩ লাখ মৃত্যু

গয়না খুলে কয়েদির পোশাকে মাধুরী!

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

হিমেল বাতাসে ১৩ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা

নিরাপদ থাকতে ব্রাউজারে যা ব্যবহার করবেন

১০

তোপের মুখে রাম চরণের স্ত্রী

১১

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল

১২

মুগ্ধতা ছড়াচ্ছে হাইড্রোলিয়া জেইলানিকা ফুল

১৩

শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

১৪

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কার বিপক্ষে

১৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে থাকা ৪ জন দগ্ধ

১৬

চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১৭

৩৬ ঘণ্টার হরতাল চলছে

১৮

নাশতার জন্য সেরা ১২ খাবার

১৯

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

২০
X