আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির মানববন্ধন থেকে দুর্গাপুর পৌর বিএনপির সদস্যসচিব আহমেদ রেজাউল হকসহ (৫০) ১২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) নগরীর বোয়ালিয়া বাটার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন (৪৫), রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম ওরফে মিঠু (৫৫), নগরীর কেদুর মোড় এলাকার আনারুল ইসলাম (৪৫), বাগমারা উপজেলার হাসানুজ্জামান (৩২), নগরীর হেতেম খাঁ এলাকার জাকারিয়া হোসেন ওরফে নয়ন (৪০), আলমগীর হোসেন (৪৩), মো. সুজন (৩৪) ও মশিউর রহমান (৪৪), গোদাগাড়ীর কাঁকনহাট সুন্দরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৭), বাগমারা উপজেলার তাহেরপুর চাকিরপাড়া এলাকার রমজান আলী (৪৪), দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার আল মারুফ জাহান (৩৬)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, বিএনপির কর্মসূচির স্থান এবং আশপাশের এলাকা থেকে মোট ১২ জনকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে।
দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন কালবেলাকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে দুর্গাপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপন ও জেলা যুবদলের সদস্য মিনহাজসহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন