লালমনিরহাটে চড়া দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার এলাকায় চড়া দামে পিয়াজ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাইকারি আড়তে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। এ সময় হাসান (৩৬), বাবুল মিয়া (৩০) ও মহসিন উদ্দিনকে (৩০) জরিমানা করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, কাকিনায় পেঁয়াজ ব্যবসায়ী ও সার ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণ জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরও জানান, বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মন্তব্য করুন