চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাহিদ হাসান সাগর (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি আলমডাঙ্গা সরকারি কলেজের ছাত্র এবং ছাত্রলীগ নেতা ছিলেন। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভেটেরিনারি কলেজ সংলগ্ন আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাহিদ হাসান সাগর আলমডাঙ্গা পৌর এলাকার শরিফুল ইসলাম মুনতার ছেলে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন কলেজপাড়া এলাকার নাইম জোহান (২৪) ও সাজিদ ইসলাম (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে দুই মোটরসাইকেলে ছয় বন্ধু হারদি বাজারে ঘুরতে যান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলে রেস দেয়। ফাঁকা রাস্তায় দ্রুত গতির মোটরসাইকেল কুমারি ভেটেরিনারি কলেজ প্রাঙ্গণে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলে কলেজছাত্র সাগর মারা যান। আহত অপর দুই বন্ধুকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নাইম জোহান নামক এক কলেজছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহত সাগরের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন