ময়মনসিংহের গৌরীপুরে রেলপথে নাশকতা ঠেকাতে প্রচারাভিযান চালিয়েছে গৌরীপুর থানা পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম গৌরীপুর জংশনে প্রচারাভিযান চালায়।
পরে পুলিশের এই কর্মকর্তা মোহনগঞ্জ-ঢাকা, জারিয়া-ঢাকা ও জামালপুর-চট্টগ্রাম- এই তিন রেলপথের সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় বাসিন্দা ও রেললাইনের পাশে বসবাসকারী নাগরিকদের রেললাইনের পথে নজর রাখার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া। পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে পুলিশ প্রশাসন ও ৯৯৯ ফোন করার অনুরোধ জানান তিনি।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া বলেন, রেলপথে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুলিশের টহল ও নজরদাড়ি বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠে আছে। নাশকতাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। যারাই নাশকতা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, মোহনগঞ্জ-ঢাকা, জারিয়া-ঢাকা ও জামালপুর-চট্টগ্রাম এই তিনটি রেলপথে গৌরীপুর উপজেলার সীমানায় ১৮ কিলোমিটার রেলপথ রয়েছে। রেলপথের নিরাপত্তা ও নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
প্রচারাভিযানে অংশ নেন গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায়, গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মির্জা মোহাম্মদ মুক্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন