কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কারণে উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এনামুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জাকির হোসেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যের একপর্যায়ে নৌকার পক্ষে প্রকাশ্যে ভোট চান উপস্থিত মহিলা ও উপজেলা নেতৃবৃন্দের কাছে। তিনি বলেন, আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই নৌকার পক্ষে কাজ করবেন। নৌকায় ভোট দিবেন দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন।
এ ঘটনার পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এনামুল হাসান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জাকির হোসেন জানান, বেগম রোকেয়া দিবসে আমি নৌকার পক্ষে ভোট চাওয়াতে আমাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এনামুল হাসান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত রিটার্নিং কর্মকতা উজালা রানী চাকমার নিকট জানতে চাইলে তিনি জানান, বেগম রোকেয়া দিবসে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চান। এতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমার উপস্থিতিতে ৫ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এনামুল হাসান।
মন্তব্য করুন