সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এমপি শফিকুলের সম্পদ বেড়েছে ১৫৩ গুণ

শফিকুল আজম খাঁন চঞ্চল। ছবি : সংগৃহীত
শফিকুল আজম খাঁন চঞ্চল। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) শফিকুল আজম খাঁন চঞ্চল দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে একাদশ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ১৫ বছরে দুবারের এমপি হিসেবে শফিকুল আজম খান চঞ্চলের নগদ অর্থ বেড়েছে ৫৫ গুণ। ১৫ বছর আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো টাকা না থাকলেও বর্তমানে তার ব্যাংকে ৯৬ লাখ ২২ হাজার ৪৭৮ টাকা জমা রয়েছে। ১৫ বছর আগে তার স্ত্রীর নামে কোনো টাকা না থাকলেও বর্তমানে স্ত্রীর নামে ব্যাংকে জমা রয়েছে ৪০ লাখ ৭ হাজার ১৩২ টাকা। সেই সাথে ১৫ বছরে আয় বাড়ার পাশাপাশি অস্থাবর সম্পদ বেড়েছে ১৫৩ গুণ। নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি শফিকুলের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

বর্তমানে এমপি শফিকুলের বার্ষিক আয় ৫১ লাখ ৩২ হাজার ১২৪ টাকা ও প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় ৪ লাখ ১৯ হাজার ৪১৯ টাকা। ১৫ বছর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ছিল ১ লাখ ষাট হাজার টাকা। তার ওপর নির্ভরশীলদের কোনো আয় ছিল না। ১৫ বছর আগে শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে তার কোনো বার্ষিক আয় না থাকলেও এ খাত থেকে বর্তমানে তার বার্ষিক আয় ৪১ লাখ টাকা। ১৫ বছর আগে কৃষিখাত থেকে ১৫ হাজার টাকা আয় হলেও বর্তমানে আয় ১ লাখ টাকা। ১৫ বছর আগে আইন ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৮৫ হাজার টাকা, বর্তমানে এ খাত থেকে আয় ৯ লাখ টাকা। ১৫ বছর আগে মেয়র পদের সম্মানীভাতা ৬০ হাজার টাকা পেয়েছেন বর্তমানে ব্যাংকসুদ থেকে আয় ৩২ হাজার ১২৪ টাকা। সেক্ষেত্রে ১৫ বছরে এমপি শফিকুলের আয় বেড়েছে ৩২ গুণ।

বর্তমানে এমপি শফিকুল নগদ অর্থ রয়েছে ২৭ লাখ ৬৬ হাজার ১০৮ টাকা ও তার স্ত্রীর নগদ অর্থ ২০ লাখ ৬৫ হাজার ২৮১ টাকা। নবম জাতীয় সংসদের হলফনামা অনুযায়ী সে সময় তার হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা ও তার স্ত্রীর কোনো নগদ অর্থ ছিল না। ১৫ বছরে তার নগদ অর্থ বেড়েছে ৫৫ গুণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এমপি চঞ্চলের রয়েছে ৯৬ লাখ ২২ হাজার ৪৭৮ টাকা তার স্ত্রীর রয়েছে ৪০ লাখ ৭ হাজার ১৩২ টাকা। ১৫ বছর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংসদ সদস্য ও স্ত্রীর নামে কোন টাকা জমা ছিল না। পোস্টাল, সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগে স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা। ১৫ বছর আগে স্ত্রীর নামে এ খাতে কোনো বিনিয়োগ ছিল না। বাস ট্রাক মটরগাড়ী ও মটরসাইকেল ইত্যাদি বিবরণে ৭৫ লাখ ৪৫ হাজার টাকা থাকলেও ১৫ বছর আগে ৪৫ হাজার টাকা দামের একটি মটর সাইকেল ছিল। হলফনামা অনুযায়ী বর্তমানে এমপি শফিকুলের নিজের ৭২ হাজার টাকা মূল্যের ৮ ভরি স্বর্ণ ও স্ত্রীর ২ লাখ টাকা মুল্যের ২৫ ভরি স্বর্ণ রয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফ অনুযায়ী নিজের কোনো স্বর্ণ না থাকলেও স্ত্রীর নামে ৮ ভরি স্বর্ণ ছিল। বর্তমানে এমপির ৫৩ হাজার ৪০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ২৪ হাজার ৪০০টাকার আসবাবপত্র ও স্ত্রীর ২লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় এমপি শফিকুলের নামে মোট অস্থাবর সম্পদ রয়েছে ২ কোটি ৮ লাখ ৩ হাজার ৩৮৬ টাকার। সেক্ষেত্রে ১৫ বছরে এই সংসদ সদস্যেরে অস্থাবর সম্পদ বেড়েছে ১৫৩ গুণ। বর্তমানে স্ত্রীর নামে মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ৪১৩ টাকা। ১৫ বছরে নিজের পাশাপাশি স্ত্রীরও অস্থাবর সম্পদ বেড়েছে ১৭৬ গুণ। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের হলফ নামায় এমপি চঞ্চলের নিজ নামে ১.১০ একর কষি ও ৭.৭৫ কাঠা অকৃষি জমি ও স্ত্রীর নামে ০.৯৬ একর কৃষি জমি ও নিজ নামে ২ কক্ষের একটি বাড়ি উল্লেখ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১০

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১১

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১২

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৩

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৪

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৫

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৬

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৭

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৮

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

২০
X