দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ বরাবর পৃথক তিনটি অভিযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর পোস্টার ও প্রচার মাইকে কোথাও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী উল্লেখ করেননি এবং ডান পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখেছে। ২১ ডিসেম্বর ৫নং ওয়ার্ডের কুলবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বাড়ি দরবার শরিফে এক অনুষ্ঠানে বক্তব্যকালে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করে জনসম্মুখে টাকা ও নির্বাচিত হলে ঘর দেওয়ার অঙ্গীকার করে নির্বাচনকে প্রভাবিত করা চেষ্টা করেছেন।
২৩ ডিসেম্বর আজমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার উঠান বৈঠকে শফিকুল আজম খাঁ চঞ্চলের কর্মী আজমপুর গ্রামের মতিয়ার খন্দকারের ছেলে মন্টু মিয়া যে অসত্য বক্তব্য দিয়েছেন যা নৌকা প্রতীক প্রার্থী মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজির মানহানী ঘটেছে। সবকটি অভিযোগ নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন