রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী-৬ আসন

চেয়ারম্যান, পৌর মেয়রসহ প্রার্থীকে শোকজ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র পদপ্রার্থী মো. রাহেনুল হকসহ তিনজনকে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন এই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহী সদরের সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ। শুক্রবার (১৫ ডিসেম্বর) পৃথক এই শোকজ জারি করা হয়।

শোকজ পাওয়া অপর দুজন হলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন লাভলু ও বাঘা পৌরসভার মেয়র মো. আক্কাস আলী।

স্বতন্ত্র প্রার্থী মো. রাহেনুল হককে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রাহেনুল হক গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বাঘা তেঁথুলিয়া বাজারে রাস্তা বন্ধ করে দুই শতাধিক কর্মী নিয়ে পথসভা করেন এবং জনসংযোগ করে রাস্তার উভয় পাশে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করেন। এতে জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ (ঘ) এবং বিধি ১২ লঙ্ঘণ হয়েছে, যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য। এর প্রেক্ষিতে তাকে আগামী রোববার এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মো. রাহেনুল হক বলেন, রাস্তা বন্ধ করে পথসভা ও জনসংযোগের অভিযোগ সত্য নয়। বরং ওই দিন তেঁথুলিয়া বাজারে ঘুরতে গেলে হাটের দিন হওয়ায় সাধারণ জনগণ আমার সঙ্গে কথা বলতে আসেন। তখন তাদের সঙ্গে কুশল বিনিময় হয়। এর বাইরে কোনো কিছু নয়। তবে আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্দিষ্ট দিনে লিখিত জবাব দেওয়া হবে।

বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন লাভলুকে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রাহেনুল হকের পক্ষে ওই পথসভা ও জনসংযোগে বাঘা উপজেলা পরিষদের সরকারি গাড়ি ব্যবহার করেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন লাভলু। এতে তিনি জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ (খ) লঙ্ঘণ করেছে, যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য। এর প্রেক্ষিতে তাকেও এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজের বিষয়ে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন লাভলু বলেন, আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্দিষ্ট সময়েই শোকজের বিষয়ে লিখিত জবাব দেব। তবে উপজেলা পরিষদের গাড়ি ব্যবহারের অভিযোগ সত্য নয়। কারণ ওই দিন আমি গাড়ি বের করিনি।

অপর একটি শোকজ নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রাহেনুল হকের পক্ষে ওই পথসভা ও জনসংযোগে বাঘা পৌরসভার সরকারি মোটরসাইকেল ব্যবহার করেন বাঘা পৌরসভার মেয়র মো. আক্কাস আলী। এতে তিনি জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ (খ) লঙ্ঘণ করেছে, যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য। এর প্রেক্ষিতে তাকেও রোববার এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বাঘা পৌরসভার মেয়র মো. আক্কাস আলী বলেন, আমি এলাকায় না থাকার কারণে শোকজের নোটিশ হাতে পাইনি। তবে বিষয়টি শুনেছি। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে জবাব দেওয়া হবে।

রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য রাহেনুল হক। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজামুখী সুমুদ ফ্লোটিলা আটক, জমিয়তের তীব্র নিন্দা

রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

ভূমিকম্পে কাঁপল ইরানের পারমাণবিক শহর

টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

হিন্দুরা কোনো দলের সম্পত্তি নয় : মোশাররফ

আবরার ফাহাদের কবর জিয়ারত ডাকসু নেতাদের 

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩ 

৬৫ হাজার টাকায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার

‘মানচিত্র থেকে মুছে দেব’, হুমকি ভারতীয় সেনাপ্রধানের

১০

এক ম্যাচেই তিনটি পেনাল্টি রুখে ইতিহাস গড়লেন তুর্কি গোলকিপার

১১

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? আসল রহস্য জেনে নিন

১২

শিশু তায়েবা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

১৩

পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতের নতুন দাবি

১৪

কেন এআই চ্যাটবট মাঝেমধ্যে ভুল উত্তর দেয়? জেনে নিন আসল রহস্য

১৫

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা / ‘যে প্রণোদনা দেওয়া হয় তাতে আমাদের কিছু হয় না’

১৬

জ্বরে ভুগছেন টাইগার ক্রিকেটার, দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা

১৭

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৮

স্লোগান দেওয়া সেই তরুণীর পক্ষে লড়তে চান ফজলুর রহমান

১৯

প্রাথমিক অবস্থায় যে ৫ লক্ষণ দেখলে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

২০
X