গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমাদের ভোটাধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। এটা একটি ১৮ শতকের দাবি। বাংলাদেশের মানুষের এখন সিদ্ধান্ত নিতে হবে দেশ কোন দিকে যাবে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি আরও বলেন, স্বাধীনতার চেতনায় আমাদের দেশকে পরিচালিত করতে গেলে আমাদের একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভোটের নামে তামাশা বন্ধ করতে হবে। নতুন তপশিল করতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কীভাবে আমরা যেতে পারি, তার জন্য আমাদের লড়াই করতে হবে।
তিনি বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। উন্নয়ন মানে মানুষের জীবনের উন্নতি করা। অবকাঠামো, স্থাপনা অর্থনীতির সাময়িক আকার বড় করতে পারে। তবে শেষ বিচারে মানুষের কাছে তার বিচার, তার জীবনের উন্নতি হলো কি না সেটাই মূল। তারপর অর্থনীতি একটি স্থিতিশীলতার মধ্যে থাকতে পারল কি না। আমাদের অর্থনীতির উন্নয়ন এমনভাবে হচ্ছে যার একটি বিরাট অংশ লুটপাট। যার পুঞ্জীভূত রূপ হিসেবে আমরা একটা অর্থনৈতিক সংকটে পড়েছি।
মন্তব্য করুন