শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২০ ফুট উচ্চতার ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় নড়িয়া উপজেলার নর কলিকাতা এলাকার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে ম্যুরালটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ম্যুরালটির উদ্বোধন করেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
এ সময় তিনি বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে এ স্বাধীনতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলার অপার মুক্তিকামী জনতা ছিনিয়ে এনেছে এ স্বাধীনতা। বঙ্গবন্ধু শুধু রাজনীতিবিদই ছিলেন না, তিনি বাংলাদেশের স্বাধীনতা এনেছেন। এটা তার একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন। তাই বঙ্গবন্ধু ও তার ত্যাগ সম্পর্কে প্রত্যেকটি মানুষের জানা দরকার। তাই আগামীর প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ম্যুরালটি তৈরি করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গোলাম হায়দার খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এইচ এম আক্তার হোসেন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম. ফরিদ আল হোসাইন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল ও কলেজের সব শিক্ষক ও অন্যান্যরা।
মন্তব্য করুন