ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তার দু’পাশের মরা গাছ যেন মরণফাঁদ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাস্তার দু’পাশের মৃত গাছ। ছবি : কালবেলা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাস্তার দু’পাশের মৃত গাছ। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দেড় শতাধিক মরা গাছ এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে পথচারীসহ এলাকার মানুষের। রাস্তায় দাঁড়িয়ে থাকা এসব গাছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, এমন আতঙ্ক ও আশঙ্কা নিয়ে চলাচল করছে ওই এলাকার পথচারীরা। প্রতিনিয়ত ঘটছে ছোটো-খাটো দুর্ঘটনাও।

গত ২০০২-০৩ সালে ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর ও মধুপুকুর এলাকার বেশ কয়েকজন মিলে কমিটি গঠন করে মোলামগাড়ি- দুঁপচাচিয়া রাস্তার মধুপুকুর বাজারের দক্ষিণ পাশ থেকে শিবপুর বাজারের উত্তর পাশের হাজিপুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তার দুপাশে লাগানো হয় কয়েক শতাধিক ইউক্যালিপটাস, আকাশমনি, শিশুসহ বিভিন্ন প্রজাতির গাছ। গাছের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেসব গাছও মরে গেছে অনেক আগেই। ওই রাস্তায় মরা গাছের সংখ্যা দেড় শতাধিক, যার মধ্যে বেশিরভাগই শিশুগাছ। অন্যদিকে বড়াইল ইউনিয়নের হিন্দা শিমুলতলী বাজার থেকে ফুলদিঘি বাজার রাস্তার দুই কিলোমিটারে ১৬টি শিশুগাছ ও ৮টি মৃত তালগাছও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

চুক্তির মেয়াদ শেষ হলেও সেসব মরা গাছগুলো কাটার কোনো ব্যবস্থা না করায় তা ঝুঁকিপূর্ণ ও মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অল্প বাতাসেই ভেঙে পড়ছে সেসব মরা গাছ ও গাছের ডালপালা। এতে প্রতিনিয়ত ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করছে পথচারীরা এবং জমিতে আবাদ করছে রাস্তার পাশের জমির মালিকরা।

তবে বনবিভাগ বলছে টেন্ডার কার্যক্রম চলমান, কিছুদিনের মধ্যেই গাছগুলো কাটা হবে।

ভ্যানচালক আব্দুস সালাম জানান, প্রতিদিন তাকে এই রাস্তায় চলাচল করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। কয়েকদিন আগেই ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পড়ে এক মহিলা যাত্রীর হাত ভেঙে গেছে। এজন্য তাদের আতঙ্ক আরও বেড়ে গেছে বলে জানান তিনি।

হাসানুল বান্না নামের এক ভ্যান যাত্রী বলেন, একটু বাতাস হলেই এই রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না। না জানি কখন কার মাথার উপর ভেঙে পড়ে। কেন যে এসব গাছ কাটা হচ্ছে না জানি না। দ্রুত এই গাছগুলো কাটা হোক।

গাছের উপকারভোগী খলিলুর রহমানসহ অনেকেই জানান, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও গাছগুলো কাটা হয়নি। বর্তমানে মরা গাছগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এতে একদিকে মানুষের ঝুঁকি বেড়েছে, অন্যদিকে গাছগুলোর দেখভাল করেও উপকার ভোগ করতে পারছেন না তারা। আমরা বন কর্মকর্তাকে বলেছি। তারা বলেছে কাটা হবে।

স্থানীয় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম কালবেলাকে বলেন, গাছগুলো মরে যাওয়ায় ওই রাস্তা দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগের সাথে আলোচনা করে গাছগুলো দ্রুত কর্তনের ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমরান আলী কালবেলাকে বলেন, গাছগুলো কাটার জন্য টেন্ডার কার্যক্রম চলমান রয়েছে। কিছুদিনের মধ্যেই গাছগুলো কাটা হবে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান কালবেলাকে বলেন, আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শততম টেস্ট খেলা মুশফিকের উদ্দেশ্যে হামজার বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১০

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১১

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১২

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৩

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৪

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১৫

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৬

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৭

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৮

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৯

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

২০
X