নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব ছালাউদ্দিন খোকা।
রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন তিনি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন করতে প্রস্তুত নয় বলে আবেদনে উল্লেখ করেন।
জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ভোট লড়াইয়ে মাঠে আছেন আটজন প্রার্থী। তারা হলেন- শামীম ওসমান (আওয়ামী লীগ), আলী হোসেন (তৃণমূল বিএনপি), মুরাদ হোসেন (জাকের পার্টি), হাবিবুর রহমান (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস), মো. সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), সৈয়দ হোসেন (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ) ও শহীদ উন-নবী (বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি)।
মন্তব্য করুন