জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:২২ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ-২ আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী আ.লীগেরই ৪ প্রার্থী

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা। ছবি: কালবেলা
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা। ছবি: কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকা আসন খ্যাত ১৬৯, মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর- সদরের আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করছেন আ. লীগেরই দলীয় বিদ্রোহী ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থী ৯ জন।

জানা গেছে, এ আসনে আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন, সিংগাইর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান মুশফিকুর রহমান খাঁন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন আহমেদ এবং জেলা আওয়ামী লীগের প্রথমবারের মত কোষাধ্যক্ষ পদ পাওয়া দেওয়ান জাহিদ আহমেদ।

এছাড়াও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করেছেন জাসদের রফিকুল ইসলাম সিদ্দিকী। বর্তমানে তারকা খ্যাত এ আসনটিতে মোট ভোট যোদ্ধার সংখ্যা ১০ জন। আ. লীগের দলীয় ও দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকিরা হলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ, বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এ. কে. নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আম্দোলনের এ. কে. এম. ইকবাল হোসেন।

জানা যায়, এ আসনে ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে প্রথমবারের মত সংসদে যাওয়ার সুযোগ পান বিশ্ব বরেণ্য ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। টানা দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করে সাধারণ ভোটারদের আস্থা অর্জন করেন মমতাজ বেগম। বিশেষ করে হরিরামপুরের নদী ভাঙনরোধে অনন্য ভূমিকা রাখায় নদী ভাঙন কবলিত এলাকার সাধারণ জনগণ আবারও মনতাজকেই চান বলে পদ্মাপাড়ের সাধারণ ভোটাররা জানান।

বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, মমতাজ বেগম ব্যতিত আর কোনো প্রার্থীকে তারা চিনেন না৷ লোকমুখে কোনো কোনো প্রার্থীর নাম শুনলেও সরাসরি সাধারণ জনগণ তাদের কখনও দেখেননি। আবার অনেকের নামও কোনোদিন শোনেননি এমন প্রার্থীও রয়েছেন বলে তারা জানান। ফলে সাধারণ ভোটারদের কাছে অধিকাংশ প্রার্থী একেবারেই অপরিচিত।

দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল। তিনি ২০০১ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে এ আসন থেকে নির্বাচন করলেও তিনি পরাজিত হন। তার দলীয় রাজনৈতিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ হিসেবে পরিচিত রয়েছে। সিংগাইরে তার পরিচিতি ব্যাপক থাকলেও দীর্ঘদিন যোগাযোগ না থাকায় বিশেষ করে হরিরামপুর উপজেলায় সাধারণ ভোটারদের কাছে তুলনামূলক পরিচিতি অনেকটাই কম।

দলীয় বিদ্রোহী আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিংগাইর উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগী চেয়ারম্যান মুশফিকুর রহমান খাঁন। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি উপজেলা চেয়ারম্যান পদ অব্যহতি নিয়েছেন। সিংগাইরে তার পরিচিতি থাকলেও সংসদীয় আসনের অন্য উপজেলা হরিরামপুরের সাধারণ ভোটারদের কাছে তিনি এখনও তেমন পরিচিত লাভ করতে পারেননি। রাজনৈতিকভাবে দলীয় নেতাকর্মীদের কাছে তার ব্যাপক নামডাক থাকলেও সাধারণ ভোটারদের কাছে তার পরিচিতি এখনও অধরাই।

দলীয় বিদ্রোহী অপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নতুন মুখ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ। তিনি প্রয়াত সাবেক সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদের ছেলে। বাবার পরিচয় ধরে এবং একটি বিশেষ গোষ্ঠীর ভোট ব্যাংকের ওপর নির্ভর করে তিনি নির্বাচনমুখী। তবে যুব সমাজে পরিচিতি অর্জন করলেও সাধারণ ভোটারদের মাঝে তার পরিচিতির ব্যাপকতা পাওয়া যায়নি।

দলীয় বিদ্রোহী অন্য স্বতন্ত্র প্রার্থী হলেন সদ্য রাজনীতিতে পা রেখে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন শিল্পপতি খ্যাত দেওয়ান জাহিদ আহমেদ। তাকে আগে কখনও রাজনৈতিক ময়দানে দেখা না গেলেও এক বছর যাবৎ তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেছে। কোটি কোটি টাকা ব্যয় করে সিংগাইরে অসহায় মানুষদের গৃহনির্মাণ, অসহায়দের অটোরিক্সা দান করাসহ ত্রাণ সামগ্রী বিতরণ করে কিছুটা পরিচিতি লাভ করলেও হরিরামপুরের সাধারণ মানুষ তাকে আগে কখনও দেখেননি, এমনকি তার নামও শোনেননি। তবে সম্প্রতি তিনি কিছু কিছু জায়গায় আসা যাওয়া করছেন এবং ব্যানার ফেস্টুনসহ লোকমুখে তার নাম ছড়িয়ে পড়ছে বলে একাধিক ভোটাররা দাবি করেন। তবে অধিকাংশ ভোটাররাই তাকে দেখেননি এবং চিনেন না বলেও জানান তারা।

নির্বাচন প্রসঙ্গে দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন মোবাইলফোনে জানান, ‘২০০১ সালে আমি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করি। তখন হরিরামপুর এ আসনের সাথে ছিল না। তারপরের নির্বাচনগুলোতে আমি হরিরামপুর আসা যাওয়া করেছি। সাধারণ ভোটাররা আমার নাম জানে না বা চিনে না বিষয়টা এরকম না। তবে দীর্ঘদিন আমার যোগাযোগ ছিল না এটা সত্য। পঞ্চাশোর্ধ বয়স্ক ভোটার যারা তারা আমাকে চিনেন এবং আমার নামও জানেন। হরিরামপুরে যারা নেতৃত্ব দেন তারা রাজনৈতিকভাবে এবং ক্রীড়াঙ্গনের একজন মানুষ হিসেবে সবাই আমাকে চিনেন। প্রচার প্রচারণা শুরু হলে লিফলেট, পোস্টার পৌঁছালে আর আমার কর্মীরা গণসংযোগ শুরু করলে আমার নির্বাচনে খুব একটা সমস্যা হবে না আশা করছি।’

সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নেয়া দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খাঁন বলেন, হরিরামপুরে আমাকে চিনে না বা পরিচিতি নেই কথাটা পুরোপুরি সঠিক নয়। এই নির্বাচনকে কেদ্র করে আমি হরিরামপুর অনেকবার গিয়েছি এবং যাচ্ছি। তবে পুরেপুরি প্রচার প্রচারণা শুরু হলে আমি ভোটারদের কাছে যতটুকু যাওয়ার দরকার আমি যাব। এ ছাড়াও হরিরামপুরে যারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেন সকলের সাথেই আমার উঠাবসা আছে। আশা করি নির্বাচনে সমস্যা হবে না। ভাল কিছুই হবে।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ জানান, জনগণ চিনছেন না এটা জনগণের ভুল ধারণা। আমি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছি। তবে নির্বাচনের সময় খুবই সংকীর্ণের কারণে আমার নির্বাচনী এলাকার জনগণের ঘরে ঘরে যাওয়া হয়ে উঠেনি। আমার প্রতিনিধিরা জনগণের সাথে নিয়মিত যোগাযোগ করছেন। প্রচারণা পুরোদমে শুরু করলে এবং জনসংযোগ করলে আসা করছি সমস্যা হবে না।

বাংলাদেশ আ. লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশ্ব বরেণ্য ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম জানান, টানা তিনবারের রাষ্ট্র নায়ক দলীয় সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে এই আসন থেকে টানা দুই বার সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন এবং আমি নির্বাচিত হয়ে যথাযথভাবে জনগণের সেবা করার চেষ্টা করেছি। ফলে জনগণের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি গানের মানুষ। গান দিয়েই প্রায় ৩৫/৪০ বছর আগে থেকেই সাধারণ মানুষের সাথে আমার সম্পর্ক। সাধারণ মানুষ আমাকে অনেক ভালবাসে, এটা আমি জানি। তারই ধারাবাহিকতায় নেত্রী এবারও আমাকে মনোনীত করে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছেন। আমি আশা করছি, আমার নির্বাচনী এলাকার আপামর জনগণ এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আবার সংসদে কথা বলার সুযোগ করে দিবেন। এতে করে যেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

দলীয় বিদ্রোহী প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে মমতাজ বলেন, নির্বাচন মানেই চাপ, নির্বাচন মানেই চ্যালেঞ্জ। প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচনটা উৎসবমুখর হয় না। তাই প্রতিদ্বন্দ্বী অবশ্যই দরকার আছে। তবে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী যারা কট্টরভাবে বিরোধীতা করছেন, তারা একটা সময় নৌকার পতাকা তলেই আসবেন। এটা আমার বিশ্বাস। কারণ নৌকা মমতাজের ব্যক্তিগত প্রতীক নয়, এটা জাতির জনকের প্রতীক, এটা স্বাধীনতার স্বপক্ষের প্রতীক, এটা জননেত্রী শেখ হাসিনার প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১০

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১১

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১২

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৩

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৪

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৫

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৬

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৭

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৮

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৯

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

২০
X