আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের প্রার্থী নজরুল ইসলাম দুলালকে ট্রাক প্রতীক দেওয়া হয়েছে।
এদিকে প্রতীক বরাদ্দের পর ঝিনাইদহ শহরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন।
এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মুন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার কায়সার টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন