বরিশালে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর গ্র্যান্ড পার্ক হোটেলের বলরুমে এই সম্মাননার আয়োজন করে বরিশাল কর অঞ্চল।
বরিশালের কর কমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়। সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি, সর্বোচ্চ তরুণ করদাতা ও সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও বরিশাল মহানগর থেকে ৭ জনকে এই সম্মাননা প্রদান করা হয়।
এ সময় করকমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরী বলেন, কর দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কর দিলে দেশ উন্নত ও সমৃদ্ধ হয়। এই সুবিধা আবার জনগণই ভোগ করে। সবাইকে কর প্রদানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন