নেত্রকোনার কেন্দুয়ায় সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২তম দফায় ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে কেন্দুয়া-তাড়াইল সড়কের চিরাং বাজার এবং সন্ধ্যায় কেন্দুয়া-মদন সড়কের গোগ বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, আশরাফুল ইসলাম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। এছাড়াও কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মন্তব্য করুন