টেন্ডার তুলে না নেওয়ায় দেলোয়ার হোসেন নামের এক ঠিকাদারকে মারধর, প্রাণনাশের হুমকি, অফিস তছনছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও তার সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবারের (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী। এর আগে সোমবার রাতে শহরের অনন্ত বাজারের ডায়নামিক ট্রেডার্সের অফিসে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পাবনার এলজিইডি'র অধীনে সুজানগরের কামারহাট হাকিমপুর বটতলা নামক এলাকার একটি ব্রিজ নির্মাণ কাজের টেন্ডার দাখিলের শেষদিন ও খোলার তারিখ ছিল সোমবার (১৮ ডিসেম্বর)। এর আগে থেকেই এ কাজে অংশগ্রহণ না করতে ও টেন্ডার তুলে নিতে দেলোয়ারকে চাপ দিচ্ছিলেন মিজানুর রহমান সবুজ ও তার লোকজন। এতে দেলোয়ার রাজি না হওয়ায় সোমবার রাত ৮টার দিকে সবুজের নেতৃত্বে ১০-১৫ জন লোক মোটরসাইকেলযোগে এসে দেলোয়ারের ডায়নামিক ট্রেডার্সের অফিসে হামলা করে। এ সময় দেলোয়ারকে মারধর এবং তার অফিস তছনছ করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ড্রয়ারে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যান বলে দাবি করেছেন দেলোয়ার হোসেন।
ভুক্তভোগী ঠিকাদার দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকেই অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি। কারণ তারা আমাকে হত্যার হুমকি দিয়ে গেছেন। এ জন্য রাস্তাঘাটে বের হতে ভয় পাচ্ছি!
এ বিষয়ে যোগাযোগ করা হলে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, আমার সঙ্গে নয়, স্বেচ্ছাসেবক লীগের এক নেতার সঙ্গে একটা ঝামেলা হয়েছে। সেটা আমরা বসে সমাধানের চেষ্টা করছি। থানায় আমার নামে কেন অভিযোগ দিল সেটা জানি না। দেখি তার সঙ্গে (দেলোয়ার) কথা বলে শুনি আমার নাম কেন দিয়েছে। তারপর এ বিষয়ে বলতে পারব।
অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, গতকাল রাতে এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন