সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনী-৩ আসনের প্রার্থীদের সঙ্গে বিশেষ আইনশৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবে তারা আসলেই আমরা ভিসা দিয়ে দেব। দেশি অনেক পর্যবেক্ষক ও নির্বাচন পর্যবেক্ষণ করবে।
আগামী কয়েকদিনের মধ্যে অনেককিছু ঘটবে এমন ইঙ্গিত দিয়ে আনিছুর রহমান বলেন, আগামী একসপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গায় অনেককিছু দেখবেন। যারা অবৈধ হস্তক্ষেপ করতে চায় ওইসব প্রার্থীর বিরুদ্ধে অনেক জায়গায় অনেককিছু ঘটবে। ভোটের পরিবেশ সৃষ্টিতে আমরা কাজ করছি। এখানে ছোট-বড় কেউ না। যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে সবাই প্রার্থী। ভোট সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই।
বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার প্রসঙ্গে ইসি আরও বলেন, অসহযোগ বলতে কী বুঝাচ্ছে সেটি আপনি আমি কেউই জানিনা। অসহযোগ, অবরোধে অর্থ আপনার কাছে একরকম আবার আমার কাছে আরেকরকম। কতটুকু অসহযোগ, কী অসহযোগ, দেখা যাক কী হয়। দেখেন কর্মসূচি কোনদিকে কী যায়।
সভায় ফেনীর জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তারের পরিচালনায় তিনটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, পুলিশ সুপার জাকির হাসান, ৪ বিজিবি অধিনায়ক রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ করিমসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১ টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারীদের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে ভোটার ছিল ১০ লাখ ৪৬ হাজার ৬৭১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীতে ভোটার বেড়ে হয়েছে ১২ লাখ ৪৬ হাজার ১২৬। যা গত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ১৫ দশমিক ৬২ শতাংশ বেশি। ফেনী তিনটি আসনে ৬ লাখ ৪৩ হাজার ৩০৯ জন পুরুষ, ৬ লাখ ২ হাজার ৮১৪ নারী ও ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। জেলার ৬টি উপজেলার ৫টি পৌরসভা ও ৪৩টি ইউনিয়নে ৩৯৯টি ভোটকেন্দ্র রয়েছে।
মন্তব্য করুন