থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে বিরল প্রজাতির শকুন অবমুক্ত

বান্দরবানের তমাতুঙ্গির গভীর বনে বিরল প্রজাতির শকুন অবমুক্ত। ছবি : কালবেলা
বান্দরবানের তমাতুঙ্গির গভীর বনে বিরল প্রজাতির শকুন অবমুক্ত। ছবি : কালবেলা

বান্দরবানের পর্যটন এলাকার তমাতুঙ্গির গভীর বনে বিরল প্রজাতির এক শকুন অবমুক্ত করেছে স্থানীয় প্রশাসন। এর আগে গত ১০ দিন শকুনটিকে চিকিৎসা দেওয়া হয়। পরে শকুনটি সুস্থ হলে অবমুক্ত করা হয়।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে প্রশাসনিক সার্বিক সহযোগিতায় পর্যটক এলাকা তমাতুঙ্গির স্থানে শকুনটি অবমুক্ত করা হয়।

গত ১০ ডিসেম্বর দুর্গম মিয়ানমার সীমান্তে বড় মদক এলাকায় থেকে রেমাক্রী ইউপি সাবেক ইউপি সদস্য লালপিয়াম বম অসুস্থ অবস্থায় বনে পড়ে থাকতে দেখে শকুনটিকে উদ্ধার করে। পরে তিনি শকুনটি থানচি থানাতে সোর্পদ করেন। এতদিন থানচি রেঞ্চের (বন বিভাগ) অধীনে চিকিৎসাধীন ছিল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’। সুতরাং আজ থেকে এ শকুনটিকে গভীর বনাঞ্চলে অবমুক্ত করে মুক্ত করা হলো। এ বিরল প্রজাতির শকুনটি এশীয় প্রজাতির এবং বাংলা শকুন নামে পরিচিত। পরিবেশ প্রকৃতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইইউসিএন বিশ্বের মহাবিপন্ন প্রাণি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

বন বিভাগের থানচি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল রহমান তগর জানান, গত ১০ ডিসেম্বর দুর্গম মিয়ানমার সীমান্তে বড় মদক এলাকায় থেকে রেমাক্রী ইউপি সাবেক ইউপি সদস্য লালপিয়াম বম অসুস্থ অবস্থায় বনে পড়ে থাকতে দেখে শকুনটিকে উদ্ধার করে। পরে তিনি শকুনটি থানচি থানাতে সোপর্দ করেন। একই দিনের থানার ওসি মো. জসিম উদ্দিন শুকুনটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বন বিভাগের তত্ত্বাবধানে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুচিকিৎসা প্রদান করে। শকুনটিকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী খাওয়ানো হয়েছে।

শকুন অবমুক্ত করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, থানচি রেঞ্জের ফরেস্ট গার্ড মৃণাল কান্তি ভাওয়াল, স্পিট বোট ড্রাইভার ফরিদুল আলম, প্লান্টিশন বাগান মালিক মো. মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন জায়গা থেকে আগত অর্ধশতাধিক পর্যটকও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলারের ধারণা, শীতে পরিযায়নের পথে শকুনটি খাবারের অভাব বা অন্য কোনো কারণে অসুস্থ হয়ে থাকতে পারে।

তিনি বলেন, পৃথিবীতে দ্রুততম বিলুপ্ত হতে চলা প্রাণী শকুন। তাই শকুনমাত্রই বিশ্বে ‘মহাবিপন্ন’ (Critically Endangered)। বাংলাদেশে শকুনের পরিস্থিতি খুবই খারাপ। আইইউসিএনের হিসেবে বাংলাদেশে মাত্র ২৬৮টি শকুন রয়েছে।

জোহরা মিলা বলেন, পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কেটোপ্রোফেনের ব্যবহার, খাদ্য সংকট এবং বাসস্থান সংকটসহ নানা প্রতিকূল পরিবেশের কারণে প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত এই পাখিটি হারিয়ে যাচ্ছে। শকুন বিলুপ্ত হয়ে গেলে সুন্দর একটি পাখি হারানোর পাশাপাশি দেশের মানুষ অ্যানথ্রাক্স, জলাতঙ্কসহ পশু হতে সংক্রামক রোগের ভয়াবহ ঝুঁকিতে পড়বে। আইইউসিএনের মাধ্যমে বন অধিদপ্তর শকুন রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাখিটির প্রতি আমাদের সদয় হওয়া খুবই প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১০

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১১

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১২

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৩

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৫

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৬

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৭

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৮

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৯

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

২০
X