আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ভোটের দিন ছাত্রলীগের ৮ লাখ নেতাকর্মী মাঠে থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের ডিএস রোড ও জেল রোড এবং পৌরবিপণিবিতান এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য কাজ করছে। জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। সে লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।
তিনি বলেন, দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ২০ জন ছাত্রলীগ নেতাকর্মী ভোটাদের উপস্থিতি বাড়াতে কাজ করবে। ভোটের দিন ৮ লাখ ছাত্রলীগের নেতাকর্মী ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করবে। দেশের শীর্ষ মেধাবী ও খ্যাতনামাদের নিয়ে ছাত্রলীগ একটি ক্যাম্পেইন শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম অনলাইন অফলাইনে প্রচার প্রচারণার জন্য ব্যাপক কর্ম-পরিকল্পনা গ্রহণ করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করছে। ছাত্রলীগ গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষে। এ নির্বাচন আমাদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন।
সাদ্দাম হোসেন আরও বলেন, মানুষের ভোটে অধিকার রক্ষা আচরণবিধি মেনে চলাসহ নানা বিষয় নিয়ে কাজ চলমান আছে। জন রায়ের প্রতি ছাত্রলীগ সব সময় শ্রদ্ধাশীল। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোটের পক্ষে আন্দোলনের পক্ষে নয়। তারা সাংবিধানিক অনুশাসনের পক্ষে আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন। বিএনপি-জামায়াতের আন্দোলন দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এজন্য ভোটের ময়দানে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি ৭ জানুয়ারি ভোটের উৎসবে পুরো বাংলাদেশকে রাঙিয়ে দেবে। যারা মানুষের ভোটের উৎসবকে জ্বালাও-পোড়াও করে ভণ্ডুল করতে চায় তাদের আগামীতে সমূলে উৎপাটন করা হবে। দেশের তরুণ প্রজন্ম ভোটের পক্ষে তারা ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায়।
মন্তব্য করুন