অমরেশ দত্ত জয়, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পোস্টাল ব্যালটে ভোটবঞ্চিত চাঁদপুরের লাখ লাখ প্রবাসী ভোটার

চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ছবি : কালবেলা
চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ছবি : কালবেলা

পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকলেও শুধু ঝামেলা মনে করেই ভোটবঞ্চিত চাঁদপুর জেলার প্রবাস জীবন কাটানো লাখ লাখ ভোটার। বছরের পর বছর তারা প্রবাসে টাকা আয়ের চেষ্টায় মগ্ন থাকলেও দেশের সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে অংশ নিতে দেখাচ্ছেন না বিন্দুমাত্র মাথাব্যথা। যদিও সরকারি-বেসরকারি উদ্বুদ্ধকরণ প্রচারের মাধ্যমে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটে ফেরানো যেতে পারে বলে মনে করছেন জেলার সচেতন মহল।

শুক্রবার (২২ ডিসেম্বর) জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি কার্যালয়ের এক তথ্য পর্যালোচনায় অধিকাংশ প্রবাসীই ঝামেলা মনে করে পোস্টাল ব্যালটে ভোটে অংশ না নেওয়ার বিষয়টি উঠে আসে।

তথ্য মতে, ২০০৫ সালের নভেম্বর হতে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চাঁদপুর জেলা হতে নানা কারণে প্রবাসে পাড়ি জমিয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৯ জন। এর মধ্যে শুধু চলতি ২০২৩ সালের জানুয়ারি হতে নভেম্বর পর্যন্ত সময়েই ৪৮ হাজার ৩ হাজার ৮৯ জন বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। এসব রেমিট্যান্স যোদ্ধাদের ভোটে অংশ নিতে নির্বাচনের সিডিউল ঘোষণার ১৫ দিনের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করতে হলেও কেউই এখনো আবেদন করেননি।

চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চাঁদপুরে বর্তমানে ভোটার রয়েছেন ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ জন। তাহলে বলা চলে জেলার মোট ভোটারের প্রায় ২৫ শতাংশ ভোটারই প্রবাসে রয়েছে। যারা জেলার ৫টি সংসদীয় এলাকায় এবারের মোট ২৯ জন প্রার্থী হতে আগামী ৫ বছরের জন্য ৫ জনকে নির্বাচিত করার ভোটাধিকার প্রয়োগ হতে বঞ্চিত থাকছেন।

চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো প্রবাসীর কাছ থেকেই পোস্টাল ব্যালট পেপারে ভোটের আবেদন এখনো আসেনি। এমনকি একাদশ সংসদ নির্বাচনেও এ জেলার কোনো ভোটার প্রবাস হতে ভোট দেওয়ার ইচ্ছে পোষণ করে কোনো আবেদন করেনি। যদি আবেদন করতো তাহলে অনতিবিলম্বে ওই ভোটারের কাছে ডাকযোগে একটি পোস্টাল ব্যালট পেপার এবং একটি খাম পাঠিয়ে দিতাম। ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট পেপারটি পুনরায় আমাদের কাছে খামে করে ডাকযোগে পাঠাত। অথচ এসব কৌশলকে জটিল এবং অনেকে না জানার কারণে এ জেলার লাখ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ হতে বঞ্চিত থাকছেন।

দুবাইয়ে থাকা চাঁদপুরের ভোটার বাবু জানান, টাকা কামাইতে ব্যস্ত সময় পার করছি। এত নিয়মকানুন মেনে ভোট দিতে যে সময়টুকু প্রয়োজন তা বের করাই কষ্ট। তাই এত ঝামেলার মধ্যে ভোট দেই না। তা ছাড়া এখানে ভোট দিতে অন্য প্রবাসীদেরও কোনো উৎসাহ বা মাথাব্যথা দেখছি না।

চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ভোটার তালিকায় নাম আছে ব্যক্তিদের মধ্যে দেশের জেলখানায় বা অন্য আইনগত হেফাজতে থাকা ব্যক্তি কিংবা নিজের এলাকার বাইরে অন্য ভোটকেন্দ্রে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে থাকা ব্যক্তি এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটারেরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অথচ বিষয়টি জানা নেই অনেক প্রবাসীদের। পোস্টাল ব্যালট কুরিয়ারের মাধ্যমে পাঠানোকে অধিকাংশ প্রবাসীরা ঝামেলা মনে করে এবং অনেকে না জানার জন্যই সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ হতে বঞ্চিত হচ্ছেন।

মোহাম্মদ শফিকুর রহমান আরও বলেন, অনেকে পোস্টাল ব্যালটে ভোটের বিষয়টি শুনলেও না বুঝেই এটি জটিল মনে করছেন। আমার মতে বিষয়টিকে সহজভাবে নিয়ে শত ব্যাস্ত থাকলেও দেশ সেবার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে একটু সময় বের করে হলেও নিজের ভোটাধিকার প্রয়োগ করা উচিত।

এদিকে সচেতন মহল মনে করছেন, প্রবাসীদের ভোট নিশ্চিতে সরকারি বেসরকারিভবে আইনি নিয়মকানুন ঢালাওভাবে সহজীকরণ দেখিয়ে সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র প্রচার চালানো এখন সময়ের দাবি। এতে করে পোস্টাল ব্যালটের বিষয়টি সম্পর্কে প্রবাসীরা অবগত হবে এবং এ পদ্ধতিতে ভোট বঞ্চিত লাখ লাখ ভোটার ভোটে অংশ নিতে উদ্বুদ্ধ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটে ‘গ্রোভেল’ কী — এবং কেন এটি এত কুখ্যাত?

জরাজীর্ণ ভোটকেন্দ্র ও সিসি ক্যামেরার তথ্য গেল ইসিতে

আমার শরীর, আমার সম্পদ : ঐশ্বরিয়া রাই

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করবেন যেভাবে

আমরা ৫৩ বছর ধোঁকা খেয়েছি আর নয় : চরমোনাই পীর

আফগানিস্তানের নাগরিকদের সব ইমিগ্রেশন আবেদন স্থগিত যুক্তরাষ্ট্রের

শরীয়তপুরকে জাতীয় প্ল্যানের মধ্যে আনা উচিত : নুরুদ্দিন আহাম্মেদ অপু

নগর পরিচালন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

আপ বাংলাদেশের এক নেতাকে অব্যাহতি

টেক্টর ঝড়ে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য

১০

আইপিএলে দল পেলেন না অজি অধিনায়ক

১১

ভুলেও সয়াবিন খাবেন না যে ৫ ধরনের ব্যক্তি 

১২

গাজা নিয়ে ‘ভয়ংকর অভিযোগ’, অ্যামনেস্টির সতর্কবার্তা

১৩

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশ ১ ডিসেম্বর

১৪

নির্বাচিত হলে সমৃদ্ধ হবে দাগনভূঞা ও সোনাগাজী : আব্দুল আউয়াল মিন্টু 

১৫

নির্বাচিত হলে খাল দখলমুক্ত করে জলাবদ্ধতা দূর করব : কাজী আলাউদ্দিন

১৬

ঢাকা-১ আসন বিএনপির আন্দোলন-সংগ্রামের অন্যতম দুর্গ

১৭

বিএনপি থেকে ‘সুখবর’ পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

১৮

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে : প্রেস সচিব

১৯

ধবলধোলাই হওয়ার পরও কোনো পদক্ষেপ নিবে না বিসিসিআই

২০
X