সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে জাপা ও আ.লীগ নেতার হাতাহাতি, আটক ২

নারায়ণগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নারায়ণগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সংযোগ দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ ও জাতীয় পার্টি নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দরপত এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম ও পৌরসভা জাতীয় পার্টির সহ সভাপতি শাহ জালাল। শাহজালাল সোনারগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে তারা উভয়েই নিজ দলের প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে সক্রিয়।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেনের পক্ষে গণসংযোগ করতে তাঁর স্ত্রী ডালিয়া লিয়াকতের দরপত এলাকায় যাওয়ার কথা ছিল। এই উপলক্ষে শাহজালাল সেখানে তার লোকজন নিয়ে অবস্থান নেন। এসময় যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম ও শাহজালালের মধ্যে তর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে।

অবৈধ গ্যাস সংযোগ দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে নান্নু।

কালবেলাকে তিনি বলেন, ‘শাহজালাল কাউন্সিলর তার আগে টাকার বিনিময়ে দরপত এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়। কয়েক মাস আগে তিতাস গ্যাসের লোকজন এসে সেসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ নিয়ে স্থানীয়রা কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ। নির্বাচনকে সামনে রেখে শনিবার কাউন্সিলর আবারও অবৈধ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। আসাদ গিয়ে তাতে বাধা দিলে দুইজনের মধ্যে হাতাহাতি হয়।’

তবে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেনের নির্বাচন সমন্বয়কারী মাহমুদুল আনোয়ারের অভিযোগ নির্বাচনী প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির এই ঘটনা। তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থীর স্ত্রী ডালিয়া লিয়াকতের দরপত এলাকায় যাওয়ার কথা ছিল। শাহজালাল সেখানে লোকজন নিয়ে অবস্থান নেন। তিনি স্থানীয় লোকজনকে আশ্বাস দেন এবারের নির্বাচনে লিয়াকত হোসেন জয়ী হলে দরপত এলাকায় বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। সেখানে থাকা আসাদুল তখন শাহজালালকে উদ্দেশ্য করে কটূক্তি করেন এবং তার আলাপে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান মাহমুদুল।

এদিকে দুই নেতাকে আটকের খবরে শনিবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা প্রাঙ্গণে ভিড় করেন। রাত ৯টা পর্যন্ত থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন কালবেলাকে বলেন, ‘হাতাহাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

১২

টিভিতে আজকের যত খেলা

১৩

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

১৪

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

১৫

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১৬

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

১৯

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

২০
X