সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে জাপা ও আ.লীগ নেতার হাতাহাতি, আটক ২

নারায়ণগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নারায়ণগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সংযোগ দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ ও জাতীয় পার্টি নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দরপত এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম ও পৌরসভা জাতীয় পার্টির সহ সভাপতি শাহ জালাল। শাহজালাল সোনারগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে তারা উভয়েই নিজ দলের প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে সক্রিয়।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেনের পক্ষে গণসংযোগ করতে তাঁর স্ত্রী ডালিয়া লিয়াকতের দরপত এলাকায় যাওয়ার কথা ছিল। এই উপলক্ষে শাহজালাল সেখানে তার লোকজন নিয়ে অবস্থান নেন। এসময় যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম ও শাহজালালের মধ্যে তর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে।

অবৈধ গ্যাস সংযোগ দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে নান্নু।

কালবেলাকে তিনি বলেন, ‘শাহজালাল কাউন্সিলর তার আগে টাকার বিনিময়ে দরপত এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়। কয়েক মাস আগে তিতাস গ্যাসের লোকজন এসে সেসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ নিয়ে স্থানীয়রা কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ। নির্বাচনকে সামনে রেখে শনিবার কাউন্সিলর আবারও অবৈধ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। আসাদ গিয়ে তাতে বাধা দিলে দুইজনের মধ্যে হাতাহাতি হয়।’

তবে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেনের নির্বাচন সমন্বয়কারী মাহমুদুল আনোয়ারের অভিযোগ নির্বাচনী প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির এই ঘটনা। তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থীর স্ত্রী ডালিয়া লিয়াকতের দরপত এলাকায় যাওয়ার কথা ছিল। শাহজালাল সেখানে লোকজন নিয়ে অবস্থান নেন। তিনি স্থানীয় লোকজনকে আশ্বাস দেন এবারের নির্বাচনে লিয়াকত হোসেন জয়ী হলে দরপত এলাকায় বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। সেখানে থাকা আসাদুল তখন শাহজালালকে উদ্দেশ্য করে কটূক্তি করেন এবং তার আলাপে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান মাহমুদুল।

এদিকে দুই নেতাকে আটকের খবরে শনিবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা প্রাঙ্গণে ভিড় করেন। রাত ৯টা পর্যন্ত থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন কালবেলাকে বলেন, ‘হাতাহাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ময়মনসিংহে ট্রেনে আগুন

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র দেড় লাখ মানুষের দেশ

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

১০

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

১১

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

১২

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

১৩

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

১৪

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

১৫

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

১৬

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৮

১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ 

১৯

ডায়েট সোডা কি সত্যিই নিরাপদ? গবেষণার ফল যা জানাচ্ছে

২০
X