সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত এবং অশ্লীল মন্তব্য করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. ওলিউল্লার দুই ছেলে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক বারের সভাপতি বর্তমান কমিটির আহ্বায়ক মো. ওলিউল্লাহর ছেলে মো. আশরাফুল আলম (২৩) লন্ডন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আসছে। কোটাপাড়া গ্রামের মো. ওলিউল্লার আরেক ছেলে মো. সাবের আহমদ (১৭) বর্তমান ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছে। মো. ওলিউল্লার পুত্রদ্বয় তালিকাভুক্ত সাবেক শিবিরকর্মী। বর্তমানে একজন লন্ডনে এবং অপরজন দেশে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু আশরাফুল আলম রাজনীতির সঙ্গে জড়িত না থেকে প্রবাসে বসে বসে সরকারবিরোধী পোস্ট করেই যাচ্ছে। দীর্ঘদিন ধরে তাদের নিজ নামের ফেসবুক আইডিতে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছে। তাদের আইডি থেকে সরকারবিরোধী বিভিন্ন কুৎসা রটিয়ে ও মনগড়া উত্তেজনাকর পোস্ট দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী প্রচারণায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হচ্ছে।
আশারফুল আলম ও সাবের আহমদের ফেসবুক ঘেঁটে দেখা যায়, সর্বপ্রথম গত ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনাকে স্বৈরাচারের.... (অশ্লীল ভাষা) বলে প্রধানমন্ত্রীর ছবি মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিকৃত করে আপত্তিকর অবস্থায় পোস্ট করে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে। যা আওয়ামী পরিবারের সকলের হৃদয়ে কুঠারাঘাত করেছে।
এলাকাবাসী মানববন্ধন করে বলেন, তাদের এসব অপকর্ম স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অবহিত করে আমরা তাদের পিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওলিউল্লাকে বর্তমান কমিটি থেকে ১ ও ৪নং ওয়ার্ডবাসী অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং পরে আইনের আশ্রয় নিচ্ছি।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম কালবেলাকে বলেন, এ বিষয়ে আমার জানা নাই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন