উত্তরের জেলা ননওগাঁর বদলগাছীতে রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
রোববার সকালে বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের ওয়্যারলেস সুপারভাইজার প্রদীপ কান্তি রায় মোবাইল ফোনে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার (১১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা দেশের এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
প্রদীপ কান্তি রায় বলেন, মাঝে মাঝে কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হয়ে থাকে। এর ফলে তাপমাত্রা কমে যায়। আর তাপমাত্রা কমে গেলে অবশ্যই শীত অনুভূত হবে। আজ নওগাঁর বদলগাছীতে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আগামী দিন আবহাওয়ার তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না জানিয়ে তিনি বলেন, ১১ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
অপরদিকে প্রচণ্ড শীত হলে চরম বেকায়দায় পড়বে খেটে-খাওয়া দিনমজুর মানুষ। খেটে-খাওয়া ও দিনমজুররা পেটের তাগিদে মাঠঘাটসহ বিভিন্ন স্থানে কাজ করতে বের হবেন। তাই প্রচণ্ড শীত হলে গরম কাপড়ের অভাবে বাইরে বের হয়ে কাজ করা কঠিন হবে তাদের। তাই শীতের এই মৌসুমজুড়ে নওগাঁ ও তার আশপাশের তাপমাত্রা এমনই থাকুক এমনই প্রত্যাশা ওই সকল খেটে খাওয়া মানুষের।
মন্তব্য করুন