নাটোরে উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শুভ বড়দিন। বড়াইগ্রামের বনপাড়া ক্যাথলিক চার্চ, জোনাইল ব্যাপটিস্ট মিশন, বাগাতিপাড়া স্যান্যাল পাড়ার মিশন, শহরের বড় হরিশপুর ব্যাপটিস্ট মিড মিশনসহ জেলার ছোট বড় সব চার্চে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঘণ্টা ধ্বনি শুনে দলে দলে গির্জায় আসতে শুরু করে খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-বৃদ্ধরা। চার্চে স্তুতি ও কীর্তনের মাধ্যমে তারা যিশুকে স্মরণ করেন। পরে ভক্তিমূলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা।
প্রায় ঘণ্টাব্যাপী প্রার্থনা শেষে পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেন বড়দিনের আনন্দ উদযাপনে। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন জানান, প্রার্থনায় বিশ্বের সব মানুষের শান্তি কামনা করেন তারা। যিশুর কাছে তাদের স্বপ্ন পূরণের প্রার্থনা করেন। প্রতি বছর এই দিনটিতে তারা সব মনোমালিন্য ভুলে প্রার্থনা করেন। তারা সন্তান-সন্ততি নিয়ে যেন ভালো থাকেন তা চান। দেশের এবং বিশ্বের সবার যেন মঙ্গল হয়। গির্জায় প্রার্থনা শেষে বাড়ি ফিরে সবাই মিলে আনন্দ করেন। এই দিনে তারা নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। বাড়ি বাড়ি পিঠা উৎসব করা হয়।
ড. শংকর ডোমিনী গোমেজ নামের এক চার্চের ফাদার বলেন, এই দিনে যিশু এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে শান্তির ও ভালোবাসার বাণী শোনাতে। তারা তাকে মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেন। এই বড়দিনে প্রার্থনা করেন যেন সবার মধ্যে তথা দেশের ও বিশ্বের সব মানুষের ওপর শান্তি বর্ষিত হয়। সবাই যেন শান্তিতে বসবাস করেন। দিনব্যাপী এই উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাই তারা সন্তুষ্ট।
মন্তব্য করুন