ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

যানজটের বিড়ম্বনায় কুমিল্লাবাসী

যানজটে নাকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়াবাসী। ছবি : কালবেলা
যানজটে নাকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়াবাসী। ছবি : কালবেলা

কুমিল্লা মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া সদর এলাকায় তীব্র যানজট এখন প্রতিদিনের চিত্র। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই যানজটের কবলে পড়ে নাকাল এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, সড়কের পাশে ভ্রাম্যমাণ ব্যবসায়ী, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ না থাকা ও সড়কের ওপর এসব যানবাহনের অঘোষিত স্ট্যান্ড বসানোর কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগীদের মতে, সকালে ও বিকেলে এই যানজট তীব্র আকার ধারণ করে। যাত্রীদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে এই যানজট। এতে এ সড়কে যাতায়াতকারীদের পড়তে হচ্ছে দুর্ভোগে। উন্নত চিকিৎসার প্রয়োজনে রোগী যাতায়াত, সরকারি অফিসসহ নানা প্রয়োজনে প্রতিদিনই এ সড়ক হয়ে জেলা শহর কুমিল্লা আসা-যাওয়া করেন অনেকেই। স্থানীয়রা মনে করছেন রাস্তা দখলকারী ভ্রাম্যমাণ ভ্যানগাড়ি, রাস্তার পাশে বসা অস্থায়ী দোকান, সড়কের ওপর বসানো সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদ করলেই যানজট অনেকাংশেই কমে আসবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার দক্ষিণ বাজার থেকে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পর্যন্ত এবং উপজেলার থানা সড়কের কিছু অংশে যানজট লেগেই থাকে। আর এই যানজটের কারণ রাস্তার ওপর সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা যত্রতত্র পার্কিংসহ রাস্তা দখল করে থাকা ভ্রাম্যমাণ ভ্যানগাড়ি ও ছোট ছোট দোকান। এখানে নেই কোনো নিয়মকানুন। উপজেলা সড়কটির বেহাল দশার কারণেও সড়কের ওই অংশে যানজট সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, প্রতিদিনই আমাদেরকে এই যানজটের ভোগান্তি পোহাতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরি রোগী নিয়ে যেতেও এই যানজটের কারণে বেগ পেতে হচ্ছে। সম্প্রতি এই যানজট নিরসনে বিকল্প একটি সড়ক করা হয়েছে, তবুও এই যানজটের নিরসন হয়নি। সিএনজির নির্দিষ্ট স্ট্যান্ড বসানোর পরও সিএনজিগুলো রাস্তার ওপরই দাঁড়িয়ে থাকে, কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী রাস্তার ওপর ভ্যানগাড়ি পেতে রাখে এইসব কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আবু এহসান ও শাহাদত হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছি। দুই বছর আগের তুলনায় এখন তিনগুণ অটোরিকশা চলে এ সড়কে। নির্দিষ্ট সড়ক ও নির্দিষ্ট স্থানে পার্কিং করে চলতে দিলে যানজট অনেকটা কমবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) স ম আজহারুল ইসলাম বলেন, ব্রাহ্মণপাড়ার যানজট নিরসনের বিষয়টি মাথায় রেখে উপজেলা প্রশাসন কাজ করছে। আশা করছি খুব শিগগিরই যানজটের এ সমস্যা হতে আমরা বেরিয়ে আসতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টা, অটোরিকশাচালকের কারাদণ্ড

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, আকর্ষণীয় বেতনের সঙ্গে সাপ্তাহিক ২ দিনের ছুটি

সাপুড়ের প্রাণ নেওয়া বিষধর সাপ চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে

৩১ জুলাই : টিভিতে আজকের খেলা 

অস্ট্রেলিয়া / এবার ১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে নিষেধাজ্ঞা

চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন, বেতন ছাড়াও থাকছে দুপুরে খাবার সুবিধা

এক দিনেই বিএনপির ২০ নেতা বহিষ্কার 

ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা

শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

৩১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৩

দেশের বাইরে থেকেও স্কুল শিক্ষিকা তুলছেন বেতন, নিচ্ছেন সুযোগ-সুবিধা

১৪

আতাই নদীর বাঁধ ভেঙে অভয়নগরের দুই শতাধিক পরিবার পানিবন্দি

১৫

সিদ্ধিরগঞ্জে ৪ মাসে ৯ খুন

১৬

বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে ৫৪ আনসার বদলি

১৭

শেখ হাসিনা রাজনীতিকে বিষাক্ত প্রাণীদের হাতে তুলে দিয়েছিলেন : স্বপন

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার

১৯

পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ঢাকায় গ্রেপ্তার

২০
X