সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সংস্থার উদ্যোগে ৪টি পানির প্ল্যান্ট স্থাপন হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট, বাঁদুড়িয়া, সাপেরদুনে ও ভড়ভুড়িয়া চারটি গ্রামে এসব পানির প্ল্যান্ট স্থাপন করা হয়।
জানাযায়, মানুষের দীর্ঘদিনের সুপেয় নিরাপদ খাবার পানির সমস্যা সমাধানকল্পে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা লবণাক্ত পানি পানযোগ্য করার উন্নত প্রযুক্তির সমন্বয়ে চারটি আর ও পানির প্ল্যান্ট উদ্বোধন করেন।
এতে উপকূলীয় হাজার হাজার মানুষ লবণাক্ত পানির কারণে সুপেয় ও বিশুদ্ধ পানির চরম অভাব লাঘভ হবে। অনুষ্ঠানের সঞ্চলনা করেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা ঢাকা অফিসের প্রোগ্রাম ম্যানেজার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সরকারের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন