ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দয়া করে কেন্দ্রে এসে যাকে খুশি ভোট দেবেন : নিজাম হাজারী

ফেনী সদর উপজেলার ধলিয়া ও লেমুয়া ইউনিয়নে নৌকার গণসংযোগে নিজাম উদ্দিন হাজারী। ছবি : কালবেলা
ফেনী সদর উপজেলার ধলিয়া ও লেমুয়া ইউনিয়নে নৌকার গণসংযোগে নিজাম উদ্দিন হাজারী। ছবি : কালবেলা

ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, দয়া করে কেন্দ্রে এসে আপনারা যাকে খুশি তাকে ভোট দেন। আমাকে দিতে হবে কোনো কথা নেই। যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে ভোট দেবেন।

বুধবার (২৭ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার ধলিয়া ও লেমুয়া ইউনিয়নে দিনব্যাপী নৌকার সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী নৌকার প্রচারে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট, মোল্লার তাকিয়া, ঠাকুরহাট, রাজারহাট, বালুয়া চৌমুহনী, অলিপুর, ধলিয়া সাইনবোর্ড, আল হুমায়রা মাদ্রাসা, বণিকের হাট, সোমবারিয়া বাজার, ধলিয়া বাজার এবং লেমুয়া ইউনিয়নের কসকা বাজার, মজুমদার হাট, মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাস্টার বাড়ির দরজা, লেমুয়া বাজার, নেয়ামতপুর মাদ্রাসা প্রাঙ্গন, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে মানুষ তাকে স্বাগত জানায়।

এ সময় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সি, লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিম, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার, লেমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গজনবী শিপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ ছাড়া ফেনী-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল, ফেনী-২ আসনে লাঙ্গলের প্রার্থী খন্দকার নজরুল ইসলাম, ফেনী-৩ আসনে লাঙ্গলের প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ, একে আজাদ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ও আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রয়োগের অনুরোধ জানান।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিন আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি প্রার্থীদের প্রচারে আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

টাক মাথায় চুল গজাবে পেয়ারা পাতায়

জনগণের কল্যাণই তারেক রহমানের মূল লক্ষ্য : মিল্টন ভুইয়া

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

ডিএমডি পদে আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

৩০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিজেই জমা হবে অনলাইনে, কতটা ভালো?

১০

ভিডিও তৈরির যে অ্যাপ সবার জন্য উন্মুক্ত করল গুগল

১১

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

১২

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

১৩

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

১৪

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

১৫

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

১৬

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

১৭

ডাচদের সঙ্গে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

১৮

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

১৯

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

২০
X