চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চা ঢেলে শিশুকে ঝলসে দিল নৌকা প্রার্থীর সমর্থক

আহত শিশু লালচান। ছবি : কালবেলা
আহত শিশু লালচান। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে-১ (শিবগঞ্জ) আসনের মরদানা এলাকায় লালচান (১২) নামে এক শিশুর গায়ে গরম চা ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার এক সমর্থকের বিরুদ্ধে।

গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে মরদানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত শিশু লালচানকে (১২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশু লালচান শিবগঞ্জ পৌর এলাকার মরদানা গ্রামের মো. সুমন আলীর ছেলে।

গতকাল বুধবার রাতে মরদানা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু লালচান তাদের বাড়ির পাশে নৌকার অফিসে যায়। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন নামে এক যুবক তার গায়ে গরম চা ঢেলে দেয়। এতে মারাত্মক আহত হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। আহত শিশু লালচানকে (১২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আহত শিশু লালচানের চাচাত ভাই আব্দুল হক বলেন, ‘শিশু লালচানের বাবা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। শিশুটি বাড়ির পাশে নৌকার অফিসে যায়। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন নামের এক যুবক গরম চা ঢেলে দেয় শিশুটির শরীরে। এতে মারাত্মক আহত হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে।’

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা বলেন, ‘একটি শিশু যে কোনো প্রার্থীর প্রচার অফিসে যেতেই পারে। সে তো কোনো দল বোঝে না। তারপরও শরীরে গরম চা ঢেলে চরম অন্যায় করেছে। শিশুটি এখন মৃত্যুর মুখে রয়েছে।’ ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলমগীর কবির বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী পরিমাণ তার শরীর পুড়েছে তা জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন পলাতক।

এ প্রসঙ্গে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশুর প্রতি সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা পুরো ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার

হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু : নাসীরুদ্দীন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রলারের ২০ যাত্রী

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ.লীগ নেতার

এই ফেব্রুয়ারিতে প্রতিটি দিন চারবার, জানুন কারণ

শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ!

আজ বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকার অবস্থান কত

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১০

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ ছিল ফেরি, চরম ভোগান্তি

১১

লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল

১২

আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার

১৩

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ অপহৃত ৩ জনকে উদ্ধার

১৪

ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প

১৫

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

১৬

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

১৭

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৮

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

১৯

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

২০
X