ঢাকার দোহারে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় মনির হোসেন (৩৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার জাহনাবাজ এলাকার মোতালেব মাদবরের ছেলে।উপজেলার মধুরচর এলাকায় পদ্মা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ হন। তিন দিন পর শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুরের পদ্মাপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২৭ ডিসেম্বর) ট্রলারে ভোর ৪টার দিকে ফরিদপুর থেকে ৬৩টি গরু নিয়ে দোহারের মধুর চর এলাকায় এলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ৩০টি গরু নিয়ে অন্যরা তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মনির হোসেন (৩৫) ও তার ভাগনে সিয়াম (১২) নামের দুজন। ঘটনার তিন দিন পর মুকসুদপুর এলাকার পদ্মার পাড়ে মনিরের লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
দোহার থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, শুক্রবার সকালে মনির নামের একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, নিহতের ভাগনে নিখোঁজ সিয়ামকে উদ্ধারে কাজ চলছে।
মন্তব্য করুন