সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিধবার বসতভিটা দখলের অপচেষ্টা

ভুক্তভোগী বিধবার বসতভিটা। ছবি : কালবেলা
ভুক্তভোগী বিধবার বসতভিটা। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে এক বিধবার বসতভিটা দখলের অপচেষ্টা করছে আসাদুল্লাহ নামে এক প্রভাবশালী ব্যক্তি। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় বড় পুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর পূর্বে বগারপাড় গ্রামের মৃত আব্দুল হাকিম তরফদারের ছেলে আসাদুল্লাহ ও আনোয়ার হোসেন তরফদার পোগলদিঘা বিন্যাফৈর মৌজার ১২ শতাংশ জমি ৯০ হাজার টাকায় একই গ্রামের মৃত শামছুল হকের স্ত্রী মতবানুর কাছে বিক্রি করেন।

মতবানু ওই জমির সম্পূর্ণ টাকা পরিশোধ করে জমি দলিল করে দিতে বললে তারা জানান, জমির দলিলাদি ব্যাংকে জমা আছে। এখন তারা জমিটি দলিল করে দিতে পারবেন না। পরে এ বিষয়টি মতবানু এলাকাবাসীকে জানিয়ে জমির দাতাগণের উপস্থিতিতে ওই জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন।

দীর্ঘ ২৫ বছর পর মতবানুর সন্তানরা ওই জমির দলিল করে দিতে বললে জমির অংশীদার আসাদুল্লাহ জানায়, সে তাদের কাছে কোনো জমি বিক্রি করেননি এবং টাকাও নেননি।

পরে মতবানুর সন্তানরা নিরুপায় হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসান। সেই সালিশিতে আসাদুল্লাহ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে উল্টো মতবানুর বিরুদ্ধে তার জমি বেদখলের অভিযোগ তুলেন এবং মামলা করার হুমকি দেন।

এদিকে আসাদুল্লাহর ভাই আনোয়ার হোসেন তরফদার বলেন, এই জমিটি আমরা দুই ভাই মিলেই বিধবা মতবানুর কাছে বিক্রি করেছি এবং টাকা নিয়েছি। জমির দলিলাদি ব্যাংকে থাকার কারণে আমরা তখন জমিটি দলিল করে দিতে পারিনি। এখন ব্যাংকের ঋণ পরিশোধ করে দলিলাদি ফেরত এনেছি। তাই আমার অংশটুকু আমি দলিল করে দিতে চাচ্ছি কিন্তু সে তার অংশটুকু দিতে চাচ্ছে না। উল্টো অসহায় পরিবারটিকে মামলা দিয়ে সে হয়রানি করছে। এটি একটি অমানবিক কাজ বলে জানান তিনি।

এ বিষয়ে আসাদুল্লাহর ভাতিজা রাশেদুল ইসলাম বলেন, আমার চাচা বিধবা মতবানুর কাছ থেকে জমির বিক্রির নামে টাকা নিয়েছেন। কিন্তু লিখে দেননি। এটা আমরা আত্মীয়-স্বজন সকলেই জানি। আজ যেটা সে করছে সেটা অমানবিক অন্যায় ও অবিচার।

এ ছাড়াও আসাদুল্লাহর ভাবি চায়না বেগম জানান, আমরা একসঙ্গেই জমি বিক্রির টাকা নিয়েছি। আজ আমাদের অংশটুকু লিখে দিতে চাচ্ছি কিন্তু সে তার অংশটুকু দেবে না। এটা গরিবের সঙ্গে অবিচার ছাড়া আর কিছু নয়।

এ বিষয়ে অভিযুক্ত আসাদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতার প্রতীক হিসেবে পতাকা ব্যবহারে নিষেধাজ্ঞা ব্রিটেনের

দোকান থেকে বাড়ি ফিরছিলেন মানিক, পথে কুপিয়ে হত্যা

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

বাংলাদেশ হোন্ডায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

করপোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগে মার্কেন্টাইল ব্যাংকের জয়

বিজনেস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে সূর্যের হাসি ক্লিনিক

ভাঙ্গায় ৩ দিনের অবরোধ, যান চলাচল স্বাভাবিক

ভারত থেকে ২০০ কোচ কিনছে রেলওয়ে

ল্যাবএইড ক্যানসার হাসপাতালের কাস্টমার অ্যান্ড বিলিং বিভাগে নিয়োগ চলছে

ঝুঁকির মুখে অস্ট্রেলিয়ার ১৫ লাখ মানুষ

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, খোলা হয়েছে ৪৪ জলকপাট

১১

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

১২

আফগান বধের পর টাইগারদের তাকিয়ে থাকতে হবে এই ম্যাচের দিকে

১৩

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ

১৪

এমি অ্যাওয়ার্ডস ২০২৫ / যাদের হাতে উঠল টেলিভিশনের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার

১৫

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প 

১৬

স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচার, বাধ্যতামূলক অবসরে ডিআইজি

১৭

রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন জয়ী

১৮

হংকংকে হারিয়ে সুপার ফোরে চোখ শ্রীলঙ্কার

১৯

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার পরিস্থিতি কী

২০
X