

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে তিনটি পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার সিরাজনগর ও লামুয়া এলাকায় এই অভিযান করে বন বিভাগ। পরে লামুয়া এলাকার হারিস মিয়ার বাড়ি থেকে শালিক, বক ও ঘুঘু পাখি উদ্বার করে তারা।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যাই। আমাদের যাওয়ার খবর পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে তাদের বাড়িতে যাই। এ সময় পাখি শিকারীকে পাওয়া যায়নি। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন