শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নেই শক্ত প্রতিদ্বন্দ্বী, তবুও দ্বারে দ্বারে নৌকার প্রার্থী 

ভোটারদের দ্বারে দ্বারে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। ছবি : কালবেলা
ভোটারদের দ্বারে দ্বারে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। নির্বাচনী আমেজ জমজমাট কুমিল্লা-৮ (বরুড়া) আসনে। এই আমেজের একক আধিপত্য দেখাচ্ছেন নৌকার প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। অনেকের ধারণা, সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো প্রার্থী হয়ে বাজিমাত করতে যাচ্ছেন এই নৌকার মাঝি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের নির্বাচন করবেন প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। এ আসনে তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। বিএনপি নির্বাচনে না আসা এবং নিজ দলের বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী না থাকায় জয়ের পথ অনেকটাই মসৃণ শফিউদ্দিন শামীমের।

এই আ.লীগ নেতার এটাই প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

এ আসনের বর্তমান সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে বাদ দিয়ে শফিউদ্দিন শামীমকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন। শেষ পর্যন্ত ১৭ ডিসেম্বর তা প্রত্যাহার করে নেন।

প্রথম চাওয়াতেই নৌকার টিকিট পাওয়া শফিউদ্দিন শামীমের সামনে চ্যালেঞ্জ নেই বললেই চলে। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইরফান বিন তোরাব আলী এবং সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক নেতা অধ্যাপক নূরুল ইসলাম মিলন। দ্বিধাবিভক্ত জাতীয় পার্টির ভোট ভাগাভাগির ফলে নৌকার শফিউদ্দিন শামীম বিপুল ভোটে জয়ী হতে পারেন বলে অভিমত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের।

সূত্রমতে জানা যায়, দানবীর হিসেবে পরিচিত শিল্পপতি শফিউদ্দিন শামীমকে ভোট দিতে পারেন অন্য দলের অনেক সাধারণ সমর্থকরাও। সারা উপজেলায় দুঃস্থ মানুষদের সহায়তা ছাড়াও, জটিল ও কঠিন রোগে আক্রান্ত মানুষরা পেয়েছেন চিকিৎসা সহায়তা। এসকিউ ফাউন্ডেশন গঠন করে করোনাকালীন সময়ে জরুরি অক্সিজেন সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন আগেই। তবে এবার রাজনীতির মাঠ গোছানোর সময় উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় অসচ্ছল বেকার যুবকদের মাঝে রিকশা, বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গর্ভবতী মায়েদের ভাতা প্রদানসহ বেশকিছু সহযোগিতামূলক কাজ করেছেন যা গোটা উপজেলায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকা সত্ত্বেও শফিউদ্দিন শামীম একদম থেমে নেই। প্রতিদিন নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পৌঁছে যাচ্ছেন প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে। ১০ কিলোমিটার পথ হেঁটে প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছে গিয়ে চাচ্ছেন ভোট। এলাকার সর্বোচ্চ সংখ্যক ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত নিশ্চিত করাই তার লক্ষ্য।

রিকশাচালক শহিদ মিয়া বলেন, ‘আগেও অনেক প্রার্থীকে ভোট চাইতে দেখেছি। এমপিদের খুব একটা ভোট চাইতে দেহি না। অনেক প্রার্থী আইলেও তাড়াতাড়ি কইরা কাগজ (লিফলেট) দিয়ে ছবি তুইলা চইলা যায়। শামীম সাবকেই ব্যতিক্রম দেখলাম।’

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার অধিকাংশ আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেক প্রার্থী প্রচারে নিষ্ক্রিয় থাকলেও ব্যতিক্রম নৌকার প্রার্থী শফিউদ্দিন শামীম। যিনি ভোটকে উৎসবে পরিণত করতে প্রতিদিন মাইলের পর মাইল গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। ভোট যে রাজনৈতিক ও গণতান্ত্রিক উৎসব, তা বোঝা যায় এই সংসদীয় এলাকায় এলে। নেতাকর্মীরা প্রতিটি এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন। হাটে-বাজারে, চায়ের দোকানে ভোট চাচ্ছেন। প্রার্থী নিজেই অনেক কেন্দ্রীয় নেতাদের প্রচারে শামিল করেছেন, যাতে মানুষ ভোট দিতে উৎসাহিত হন।

আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেন, প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস করে নৌকা দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে নিরাশ করব না। বিএনপি-জামায়াত অপশক্তি চাইছে ভোটকেন্দ্রে যেন মানুষ না যায়। আমি এসব ষড়যন্ত্র নস্যাৎ করে কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতিসহ জয়ী হয়ে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেব ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১০

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১১

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১২

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

১৪

বিগ ব্যাশে স্মিথ শো

১৫

মন গলানোর ‘শেষ চেষ্টা’ হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

১৬

হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৭

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

১৮

জামায়াতের সঙ্গে বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ বলছে ভারত

১৯

হ্যান্সি ফ্লিকের শিষ্যদের থামানোর কেউ নেই!

২০
X