হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাদের শেখ হাসিনা যথাযথ সম্মান দিয়েছেন : মমতাজ

হরিরামপুরের মধ্য যাত্রাপুর গ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী ও দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি : কালবেলা
হরিরামপুরের মধ্য যাত্রাপুর গ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী ও দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা হলেন এ দেশের গর্ব। এ দেশের অহংকার। সেই বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুরের মধ্য যাত্রাপুর গ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটা সময় এই বীর মুক্তিযোদ্ধাদের খেতাব দেওয়া হয়েছিল অসহায় মুক্তিযোদ্ধা। নামেমাত্র তাদের অনুদান দেওয়া হতো। জননেত্রী শেখ হাসিনাই আমাদের সেই ’৭১-এর বাংলার সূর্যসন্তানদের যথাযোগ্য মর্যাদা দেন। তিনি অসহায় শব্দটা বাদ দিয়ে বীর মুক্তিযোদ্ধা খেতাবে সম্মানিত করেন। আজ জাতির এই বীর সন্তানদের সম্মার্থে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারিভাবে দেওয়া হচ্ছে একতলা বিশিষ্ট বিল্ডিং। আর তার নামকরণ করা হয়েছে বীর নিবাস। এটা কিন্তু একমাত্র জননেত্রী শেখ হাসিনারই অবদান।

পদ্মা ভাঙন রোধ নিয়ে মনতাজ বেগম বলেন, আপনাদের যে প্রধান সমস্যা ছিল নদী ভাঙন। এই পদ্মা নদী ভাঙন রোধে শত শত কোটি টাকা বরাদ্দ দিয়ে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করা হয়। শুধু তাই নয়, এখানে স্থায়ী বাঁধ নির্নাণে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের কাজও শেষ। অনেক জমির মালিক কিন্তু তার জন্য টাকাও পেয়ে গেছে। বর্তমানে স্থায়ী বাঁধের কাজটি প্রক্রিয়াধীন। খুব তাড়াতাড়িই এটার কাজ শুরু হয়ে যাবে।

মমতাজ বেগম আরও বলেন, আমার সময়ে কিন্তু বড় বড় রাস্তার কাজ যেগুলো ছিল, তা করা শেষ। এখন ছোটখাটো শাখা রাস্তা রয়েছে। যেগুলোর কাজ আগে করা হয়েছে, এখন হয়তো ভেঙে গেছে। এ জাতীয় রাস্তার কাজ ব্যতীত গুরুত্বপূর্ণ রাস্তার কাজ কিন্তু খুব একটা বাকি নেই। নির্বাচনের পরে এ রাস্তাগুলোর কাজও হয়ে যাবে, ইনশাল্লাহ।

আপনাদের ভালোবাসা আছে বলেই শেখ হাসিনা আমাকে আবারও নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। তাই আর যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, তারা যতই আওয়ামী লীগ দাবি করুক, নৌকা কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাকেই দিয়েছেন। তাই আমি বলব, নৌকা হলো মুক্তিযুদ্ধের প্রতীক। নৌকা হলো শেখ হাসিনার প্রতীক। তাই আগামী ৭ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। কারণ উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনার কোনোই বিকল্প নাই। আর তাকে প্রধানমন্ত্রী বানাতে হলে অবশ্যই নৌকা প্রতীকেই ভোট দিতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনা কিন্তু নারীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করবে : সালাহউদ্দিন

গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : ডা. রফিক

এলাকার মানুষের দুঃখ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ : হাবিব

আবার নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র : মির্জা আব্বাস

বৃষ্টির পূর্বাভাস

ঢাবিতে দোয়া-স্মরণসভায় শহীদ ওসমান হাদির ন্যায়বিচারের দাবি

ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের আলম

সুরক্ষা ছাড়াই দেয়াল বেয়ে ১০১ তলা ভবনের চূড়ায় পর্বতারোহী

বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

১০

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছোটবেলায় দেখেছি: অনন্ত জলিল

১১

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

১২

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

১৩

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

১৪

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

১৫

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

১৬

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

১৭

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

১৮

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

১৯

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

২০
X