চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে শুধু সমালোচনা বা দোষারোপ করলে দেশের মানুষের কোনো উপকার হবে না। এসব কথায় মানুষের পেট ভরবে না। বিএনপির কাছে দেশ পরিচালনার জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের তরুণ সমাজ কর্মসংস্থান চায়, সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে চলাফেরা ও ব্যাবসা-বাণিজ্য করতে চায়। বিএনপি ক্ষমতায় গেলে এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপির সব পরিকল্পনা বাস্তবায়নে দুটি বিষয়ে কঠোরভাবে নজর দেওয়া হবে। প্রথমত, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে— যাতে সবাই নির্ভয়ে চলাফেরা ও ব্যবসা পরিচালনা করতে পারে। দ্বিতীয়ত, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অতীতে বিএনপি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, ভবিষ্যতেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। আর সে জন্য জনগণের সমর্থন প্রয়োজন। জনগণকে ভোটের মাধ্যমে বিএনপিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ ঘিরে ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, পরিবর্তনের লক্ষ্য সামনে রেখেই সবাই আজ এখানে একত্র হয়েছে। চট্টগ্রামের সঙ্গে তার ও তার পরিবারের আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, এই পুণ্যভূমি থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই তিনি শহীদ হন।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে। এতে করে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সময় নেওয়া বাণিজ্যিক রাজধানীর উদ্যোগটি সময়ের অভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। বিএনপি সরকার গঠন করতে পারলে সে উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামসহ সারা দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পলোগ্রাউন্ড মাঠে এটিই তারেক রহমানের প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি একই মাঠে বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১০

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১১

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৪

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৫

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৬

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৭

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৯

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০
X