কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পাখি রক্ষায় যাত্রা শুরু ‘বার্ড অ্যান্ড লাইফ সোসাইটির’

বাংলাদেশ বার্ড অ্যান্ড লাইফ সোসাইটির সদস্যদের মধ্যে মাটির তৈরি পাখির বাসা তুলে দিয়ে সংগঠনটির সূচনা ঘোষণা করেন অতিথিরা। ছবি : বিজ্ঞপ্তি
বাংলাদেশ বার্ড অ্যান্ড লাইফ সোসাইটির সদস্যদের মধ্যে মাটির তৈরি পাখির বাসা তুলে দিয়ে সংগঠনটির সূচনা ঘোষণা করেন অতিথিরা। ছবি : বিজ্ঞপ্তি

লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ বার্ড অ্যান্ড লাইফ সোসাইটি’-এর সূচনা অনুষ্ঠান হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তাপস রঞ্জন বনিক।

তাপস রঞ্জন বনিক তার বক্তব্যে বলেন, পাখি আবদ্ধ নয়, উন্মুক্ত। পাখিদের প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন। পাখিদের প্রতি ভালোবাসা থাকলে মানুষের প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়ে যায়। একটি আয়োজনে এক হাজার লোক থাকলেই সেটা সার্থক হয় না বরং দৃঢ় সংকল্পের কয়েকজন থাকলেই তা বাস্তবায়নে যথেষ্ট।

কুড়িগ্রাম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায় শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরে তার বক্তব্যে বলেন, সৃষ্টিকর্তা শুধু মানুষকে সৃষ্টি করেননি। তিনি পরিবেশে বৈচিত্র্যময় সব কিছুই সৃষ্টি করেছেন। পাখিও এমন একটি সৃষ্টি, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে।

তিনি আফসোস করে বলেন, অতীতে যত বৈচিত্র্যময় পাখি দেখা যেত, বর্তমানে তা চোখে পড়ে না। বাবুই পাখির উদাহরণ টেনে বলেন, বাবুই পাখির মধ্যে যে শৈল্পিক নিপুণতার দেখা পাওয়া যায় বর্তমানে আমাদের মধ্যে তার বড়ই অভাব। আমরা বাসাবাড়ি কলকারখানা তৈরিতে, আমাদের আধুনিক জীবনব্যবস্থা বাস্তবায়নে নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করছি।

বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায় এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন। তিনি সবার প্রতি আহ্বান জানান, যেন সবাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যত্নবান হই। তিনি বাংলাদেশ বার্ড অ্যান্ড লাইফ সোসাইটির সমৃদ্ধি কামনা করেন এবং সংগঠনটির সদস্যদের মধ্যে মাটির তৈরি পাখির বাসা তুলে দিয়ে সংগঠনটির সূচনা ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে অনুপম রায় রূপক বলেন, বাংলাদেশে অতীতে অনেক প্রজাতির পাখি দেখা যেত। বর্তমানে রেডিয়েশন মাত্রা, অতিরিক্ত বনাঞ্চল ধ্বংস করা এবং পাখি শিকারিদের নির্বিচারে পাখি হত্যার মাধ্যমে পাখির সংখ্যা লক্ষণীয় আকারে কমে গেছে। বাংলাদেশ বার্ড অ্যান্ড লাইফ সোসাইটি পাখি ও পরিবেশ রক্ষায় ধারাবাহিক কাজ করে যেতে পারে, এ জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র সোহেল রানা, রংপুর পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী হায়াত আল ফেরদৌস, মিজু রহমান, ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিগন্ত খন্দকার, লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, আরমান রহমান ও শামীম রহমান প্রমুখ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১০

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১১

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৩

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৪

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৫

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৬

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৭

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৮

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৯

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

২০
X