দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে নির্বাচনী এলাকা গোপালগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সোমবার (১ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর-কাশিয়ানীতে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং নির্বাচন বাতিলের জন্য মিছিল করেন সেলিমুজ্জামান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম খান, সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব টুলটু বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া, বিএনপি নেতা মুন্নু মুন্সী, বিল্টু খান, ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, মিঠু লস্কর, পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব মিয়া, সদস্য সচিব কাইউম মুন্সী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, শ্রমিক দল নেতা সাইদুল মিয়া, রাকিবুল হাসান।
আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল মিয়া, যুগ্ম সম্পাদক মিনাল মাতুব্বর, পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিব হোসেন, কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা, মহেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল শেখ, যুগ্ম সম্পাদক হাবিব ফকির, বিএনপি নেতা তৈয়ব খাঁ, মিটাস মিয়া, কাশিয়ানী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবুল মীর, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমিরুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক জুয়েল রানা প্রমুখ।
মন্তব্য করুন