রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের এক সমর্থক ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণার পথসভায় নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) দিনব্যাপী দুর্গাপুরের দেলুয়াবাড়ি ইউনিয়নে ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় ঈগল প্রতীকের সমর্থক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু সমাপনী বক্তব্য দেন।
বক্তব্যের শেষ পর্যায়ে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। পরে তিনি ভুল হয়েছে বলে ঈগল প্রতীকে ভোট চেয়েছেন। নৌকায় ভোট চাওয়ার সেই ভিডিও কালবেলার হাতে এসেছে।
এই বক্তব্যে নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, যারা প্রকৃত আওয়ামী লীগ তাদের মুখে কখনো ঈগল প্রতীকের কথা আসবে না। তিনি একজন আওয়ামী লীগের নেতা হিসেবে তার মুখেও নৌকা প্রতীকে ভোট দিন কথাটি চলে এসেছে।
নৌকায় ভোট চাওয়ার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ বাচ্চু কালবেলাকে বলেন, আসলে আমরা নৌকারই মানুষ তাই ভুল করে নৌকায় ভোট চেয়েছি এবং সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে ঈগলে ভোট চেয়েছি।
মন্তব্য করুন