কুমিল্লার চান্দিনায় নৌকা ও ঈগল সমর্থদের সংঘর্ষে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর, সমর্থক ও দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন সমর্থক আহত হয়েছেন। বুধবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালিখা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পর থেকে কুমিল্লা-৭ আসনে নৌকা ও ঈগল প্রতীক প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার একাধিক অভিযোগ উঠেছে। বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে শালিখা বাজারে উঠান বৈঠক করছিল নৌকা সমর্থিত নেতাকর্মীরা। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা গণসংযোগ শেষে ফেরার পথে উভয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পরে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটে। এ ঘটনাটি ঈগল প্রতীক সমর্থকরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন নৌকা প্রতীকের নেতাকর্মীরা।
নৌকার সমর্থক রেজাউল করিম নিক্সন মিয়া বলেন, বিকেলে আমাদের উঠান বৈঠক চলছিল। হঠাৎ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। আমাদের নির্বাচনী অফিস ভাংচুর করে ও ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। তাদের হামলায় স্বপন, এমরান ও চৌকিদার হাছান গুরুতর আহত হয়।
স্বতন্ত্র প্রার্থী সমর্থিত সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার জানান, আমরা স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুকে নিয়ে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করি। শালিখা গ্রামে গণসংযোগ করতে গেলে নৌকার সমর্থকরা আমাদের বাঁধা দেয়। এক পর্যায়ে তারা আমাদের সমর্থকদের ওপর হামলা করে।এতে সুলতান মেম্বারসহ ৪ জন আহত হন। তাদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, দুই পক্ষের ফোন পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
মন্তব্য করুন