জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে তাকে উপজেলার মধুপুকুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। রাত ৯টায় দিকে এ তথ্য নিশ্চিত করেন ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন।
আবু হাসান ক্ষেতলাল উপজেলার হন্তনাবাদ গ্রামের আলহাজ আব্দুল হামিদের ছেলে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
পুলিশ জানায়, আবু হাসানের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক মামলা ছিল।
শুক্রবার রাতে ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুকুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাশকতার মামলায় আবু হাসানকে গ্রেপ্তার করেন। শনিবার (৬ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মন্তব্য করুন