হবিগঞ্জের চুনারুঘাটে দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় ফিরোজ মিয়া নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।
চুনারুঘাট থানার ওসি হিললুর রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ফিরোজ মিয়া চুনারুঘাট উপজেলা বিএনপির সদস্য।
স্থানীয়রা জাননা, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনার পর শনিবার বিকেলে ফিরোজ মিয়াকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ।
ওসি আরও জানান, আটক ফিরোজ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন