ভোলা-৩ (লালমোহন) আসনের সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। তিনি লালমোহন উপজেলায় ধলী গৌরনগর ইউনিয়নের ৩নং কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।
নিহত সহকারী প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান শারীরিক অসুস্থ অনুভব করলে লালমোহন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, রাত ১১টা ৪০ মিনিটে সে মৃত্যুবরণ করেন। সেই কেন্দ্রে পরে নতুন সহকারী প্রিসাইডিং অফিসার দেওয়া হয়েছে।
নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা এবং উপজেলা সংলগ্ন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গোলেনুর বেগমের স্বামী।
তিনি লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি।
মন্তব্য করুন