জয়পুরহাট বাটার মোড় এলাকার প্রাণকেন্দ্র জয়পুরহাট আক্কেলপুর সড়কের সরকারি মহিলা কলেজের প্রধান গেটে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ভোট দিতে আসা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টা ১৫ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী দেওয়ান মোস্তাকুল ইসলাম জানান, সড়কের পূর্ব পাশ থেকে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এটি বিস্ফোরিত হলে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, একটা পটকা ফোটানো হয়। কারা এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহিনুর রহমান ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন