সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি টেক্সটাইল কারখানার মাটি খুঁড়ে পাওয়া গেল পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া ওই কারখানারই নিরাপত্তা প্রহরী ফেরদৌস আলীর (১৮) মরদেহ।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার তালগাছি আরকে টেক্সটাইল মিলের মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ফেরদৌস আলী উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলে নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। কারখানায় চুরি ঠেকাতে গিয়ে চোরের হাতেই খুন হয়েছেন বলে পুলিশ ধারণা করছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে আরকে টেক্সটাইল মিলে ডিউটিতে যান ফেরদৌস। পরদিন সকালে বাড়ি না ফেরায় কারখানাতেই তার খোঁজ করেন স্বজনেরা। সেখানে না পেয়ে থানায় জিডি করেন।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অনুসন্ধান করতে থাকি। এক পর্যায়ে ওই কারখানাতে তার খোঁজ করি এবং বুধবার দুপুরে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরের দল কারখানা লুট করার জন্য এসেছিল। এতে বাধা দিলে শ্বাসরোধ করে ফেরদৌসকে হত্যার পর গুম করার উদ্দেশ্যে মাটিতে পুঁতে ফেলে পালিয়ে যায় চোরেরা। ওই চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন