নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক সংকটে ভুগছে বন্দর উপজেলা হাসপাতাল

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত এবং দেশের ৬৪ জেলার মধ্যে শিল্প বাণিজ্যের দিক দিয়ে এগিয়ে থাকা জেলা নারায়ণগঞ্জের একটি উপজেলা বন্দর। পাঁচটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ৭টি ওয়ার্ডের জনগণের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গড়ে ওঠে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ প্রায় ১০ বছর যাবত চিকিৎসক সংকটে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ৮ জন চিকিৎসকসহ বিভিন্ন পদে লোকবল সংকট ৪১ জন।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে সরেজমিনে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করে আছে। কিন্তু কয়েকটি বিভাগের ডাক্তার না থাকায় রোগীরা চিকিৎসা না নিয়েই ক্ষোভ নিয়ে চলে যাচ্ছে। জরুরি বিভাগে একজন চিকিৎসক একের পর এক রোগী দেখছেন। রোগীদের লম্বা সিরিয়াল লেগে থাকায় পাশাপাশি সহকারী বা ওয়ার্ড বয় রোগীদের ইনজেকশন পুস করা ও ড্রেসিংসহ যাবতীয় সেবা দিতে হিমশিম খাচ্ছেন। চিকিৎসক না থাকায় সারা হাসপাতালজুড়ে রোগীদের আহাজারি ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তাছাড়া যে সকল রোগী ভর্তি আছে তারাও সঠিকভাবে সেবা পাচ্ছেন না। চিকিৎসকদের পাশাপাশি নার্স, আয়া ও ওয়ার্ড বয় সংকটের কারণে ভর্তিকৃত রোগীরাও সেবা বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ বেলায়েত হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমাদের এখানে মোট ৮ জন চিকিৎসক ৪ জন নার্স ২১ জন ৩য় শ্রেণির কর্মচারী এবং ১০ জন ৪র্থ শ্রেণির কর্মচারীর পদ শূন্য রয়েছে। চিকিৎসকদের মধ্যে সহকারী সার্জন ডা. সারমিন সুলতানা মিতা আমাদের হাসপাতালে নিয়োগকৃত। তিনি বেতনও পান এই হাসপাতাল থেকে। কিন্তু তিনি কয়েক বছর যাবত রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। ফলে এই এলাকার রোগীরা সেবা বঞ্চিত হচ্ছেন। গুরুত্বপূর্ণ বিভাগগুলো যেমন জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া, জুনিয়র কনসালটেন্ট ইএনটি, জুনিয়র কনসালটেন্ট অপথালমোলজি, জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, আরএমও, সহকারী সার্জন ইউএইচসি ও ডেন্টাল সার্জন এই চিকিৎসকের পদগুলো বছরের পর বছর শূন্য রয়েছে। তাছাড়া জুনিয়র কনসালটেন্ট পিডিয়াট্রিক্স ডা. রওশন জাহান তিনিও প্রায় ৩ বছর যাবত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগকৃত থেকেও প্রেষণে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করছেন। একটি স্বাস্থ্য কমপ্লেক্সে এতটি চিকিৎসক না থাকার পরও যে কয়েকজন চিকিৎসক আছেন তাদের নিয়ে আমি প্রাণপণ চেষ্টা করছি রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য।

চিকিৎসা সেবা নিতে আসা জামিলা বেগম জানান, এখানে আমার প্রতিবন্ধী মেয়ে বিউটির ৩ বছরের অসুস্থ সন্তান রকিবকে নিয়ে এসেছি। কিন্তু এখন দেখি এখানে ডাক্তার নেই।

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান ইউএনসি মো. হাসান জানান, নার্সিং সুপারভাইজার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার, স্বাস্থ্য সহকারী, এমএলএসএস, ওয়ার্ড বয়, নিরাপত্তা প্রহরী, আয়া, পরিচ্ছন্নতা কর্মী ও মালি এই পদগুলো শূন্য অবস্থায় রয়েছে। লোকবলের অভাবে সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে না। তবে যেসকল চিকিৎসক দায়িত্ব পালন করছেন তাদের রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান মুঠোফোনে জানান, চিকিৎসক সংকটের বিষয়টি আমি মন্ত্রণালয়ে জানিয়েছি। আমি আশা করি, এ মাসের মধ্যেই স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে চিকিৎসকসহ অন্যান্য পদে লোকবল নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

ভাঙন ভাঙন খেলায় দিশেহারা নদীপাড়ের মানুষ

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি / কর কমিশনার মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

‎আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরি আলোচনাসভা

দেবের প্রশংসায় ইধিকা

গ্যাসের ব্যথা ভেবে হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে ঘুরছেন না তো?

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১০

বয়স ৪০ হলেও চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১১

জ্বালানি তেলের দাম কমবে কবে

১২

ভুল করে বাসের ভাড়া না দিলে কী করবেন? যা বলছেন আলেমরা

১৩

যেসব এলাকায় বেশি সক্রিয় বৃষ্টিবলয় স্পিড

১৪

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার্ : আপিলের রায় ৪ সেপ্টেম্বর

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৬

ভিসা ইস্যু করা নিয়ে যে তথ্য জানাল যুক্তরাষ্ট্র

১৭

খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

১৮

সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ ওয়াসিম আকরামের

১৯

প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন

২০
X