মেহেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আবহাওয়া পূর্বাভাসের অত্যাধুনিক সুবিধা থাকলেও সেবাবঞ্চিত মেহেরপুরবাসী

অত্যাধুনিক এই সিস্টেমটি বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশের মধ্যে মেহেরপুরই হচ্ছে প্রথম জেলা, যেখানে এই সিস্টেম স্থাপন করা হয়। ছবি : কালবেলা
অত্যাধুনিক এই সিস্টেমটি বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশের মধ্যে মেহেরপুরই হচ্ছে প্রথম জেলা, যেখানে এই সিস্টেম স্থাপন করা হয়। ছবি : কালবেলা

মেহেরপুর জেলা দুর্যোগপ্রবণ ও কৃষিপ্রধান একটি অঞ্চল। এ জেলায় কোনো আবহাওয়া অফিস না থাকায় পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আবহাওয়া অফিস থেকে এ জেলার আবহাওয়াসংক্রান্ত দৈনিক তথ্য সংগ্রহ করতে হয়। অনেক সময় দৈনন্দিন তথ্য-উপাত্তও সঠিকভাবে পাওয়া যায় না। তাই আবহাওয়াসংক্রান্ত নিখুঁত তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের জন্য মেহেরপুরে একটি ওয়েদার ডিসিসন সাপোর্ট সিস্টেম স্থাপন করা হয় ২০২২ সালে। তৎকালীন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিস্টেমটির কন্ট্রোল রুম উদ্বোধন করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখান থেকে আবহাওয়ার কোনো তথ্য-উপাত্ত না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন অনেকে। সুবিধাবঞ্চিত হচ্ছেন কৃষক।

অত্যাধুনিক ওয়েদার ডিসিশন সাপোর্ট সিস্টেম স্থাপনকালে বলা হয়েছিল, প্রাত্যহিক জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডসহ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম তথ্য দেবে যন্ত্রটি। ফলে ফসলের ক্ষয়ক্ষতি কমবে। কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে। এ ছাড়াও সিস্টেমটির সাহায্যে মেহেরপুরে বজ্রপাত, ঝড়, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, ভূমিকম্প, প্রাকৃতিক ভূগর্ভস্থ পানি দূষণসহ বিভিন্ন প্রকৃতিক দুর্যোগের পূর্বাভাসসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দিকনির্দেশনা পাওয়া যাবে।

২০২২ সালের ১৬ নভেম্বর কন্ট্রোলরুমের উদ্বোধনকালে মেহেরপুরের তৎকালীন জেলা প্রশাসক মনসুর আলম খান বলেছিলেন, অত্যাধুনিক এই সিস্টেমটি বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশের মধ্যে মেহেরপুরই হচ্ছে প্রথম জেলা, যেখানে এই সিস্টেম স্থাপন করা হয়েছে। মেহেরপুর জেলায় আবহাওয়া অফিস না থাকায়, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ঐকান্তিক চেষ্টার ফসল হিসেবে জনস্বার্থে ডিসি অফিসে কন্ট্রোল রুমটি স্থাপন করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে লোকবল না দেওয়া পর্যন্ত জেলা প্রশাসনের দুজন লোকবল দিয়ে সিস্টেমটির কার্যক্রম পরিচালনা করা হবে।

তবে এই ওয়েদার ডিসিসন সাপোর্ট সিস্টেম বাংলাদেশের মধ্যে মেহেরপুর জেলাতে পাইলট প্রকল্প হিসেবে স্থাপন করা হলেও এটি থেকে দৈনন্দিন সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রাও জানা সম্ভব হচ্ছে না।

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি তোজাম্মেল আজম কালবেলাকে বলেন, এত অত্যাধুনিক ও ব্যয়বহুল একটি যন্ত্র মেহেরপুরে থাকার পরও আবহাওয়াসংক্রান্ত তথ্যের জন্য আমাদের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গায় যোগাযোগ করতে হয়। এটা খুবই দুঃখজনক। আশা করছি আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে শিগগিরই ওয়েদার ডিসিশন সাপোর্ট সিস্টেমের পূর্ণ সুবিধা পাবে মেহেরপুরবাসী।

মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভি এবং সমকালের জেলা প্রতিনিধি ফারুক হোসেন বলেন, ওয়েদার ডিসিশন সাপোর্ট সিস্টেমটি পূর্ণাঙ্গভাবে চালু হলে জেলার কৃষিজীবীদের পাশাপাশি, সাংবাদিকরাও উপকৃত হবেন। আশা করছি শিগগিরই জটিলতার সমাধান হবে।

সিস্টেমটির স্থাপন কাল থেকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার রিফাত জাহান বলেন, আমরা লোকবল চেয়ে একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু এখনো কোনো লোকবল না পাওয়াতে সিস্টেমটির কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান কালবেলাকে বলেন, ওয়েদার ডিসিশন সাপোর্ট সিস্টেমটি একটি প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ে সাময়িকভাবে স্থাপন করা হয়েছে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত ও জনবল দেওয়া হয়নি। এজন্যই মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হায়াতকে কুপিয়ে হত্যায় সাতক্ষীরায় প্রতিবাদ

গর্ভাবস্থায় হাড় শক্ত রাখতে যা করবেন

গুম-খুনের নির্দেশদাতা শেখ হাসিনার বিচার দাবি ডাকসুর

১১ বছর পর বিগব্যাশ মাতাবেন স্টার্ক

চলতি বছর ৫৮০ অগ্নিকাণ্ডের নেপথ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ফায়ার সার্ভিস ডিজি

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা

মাছের মাথা কেন খাবেন ? জানুন ৭ উপকারিতা

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য : উপদেষ্টা সাখাওয়াত 

১০

জামায়াতের আমির নির্বাচনের ভোটগ্রহণ চলছে, মনোনীত প্রার্থী যারা

১১

রাজবাড়ী / সাত দিনে অর্ধকোটি টাকার জাল ধ্বংস, ২৭ জনের কারাদণ্ড

১২

হংকং চায়না ম্যাচের আগে যে কথা হয়েছিল তামিম-হামজার

১৩

পুকুরপাড়ে পড়ে ছিল নারী গ্রাম পুলিশের মরদেহ

১৪

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া

১৫

কবে বিদায় নিতে পারে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বন্ধ যান চলাচল

১৭

ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়রে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

১৮

সাত রুটে অস্ত্র ঢুকছে বাংলাদেশে

১৯

এপেক্স ফুটওয়্যারের মেইনটেনেন্স বিভাগে চাকরির সুযোগ

২০
X