নাজমুল হুসাইন (৩৯) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাসাদাহ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার (৮ জানুয়ারি) নাজমুল হুসাইন তার ব্যবহৃত মুঠোফোন নম্বর দিয়ে জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামের মিরাজুল ইসলামকে কল করে বলে যে, আমি নারায়ণগঞ্জ পিবিআই এর একজন পুলিশ অফিসার। আপনি মাদক কারবারির সঙ্গে জড়িত। আমি ২/১ দিনের ভেতরে তদন্তের জন্য আপনার বাড়িতে আসব। আপনি আপনার ব্যবহৃত সিমটি তুলে রাখবেন।
এরপর সোমবার ৪টার দিকে আসামি নাজমুল তার বাড়িতে এসে সিমটি নিয়ে নেয়। এ সময় তার কথাবার্তায় সন্দেহ মনে করে মিরাজুল ইসলাম জীবননগর থানাধীন হাসাদাহ ক্যাম্পের পুলিশকে জানান। পুলিশ এসে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে সে ভুয়া পুলিশ স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে জীবননগর থানায় নিয়ে আসেন।
রাতে সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ভুয়া পুলিশ পরিচয় দানকারী নাজমুল হুসাইন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন