খুলনার পাইকগাছার শিবসা নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নদী থেকে বিপুল পরিমাণ নেট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ও কাওছার হোসেন আকন, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিন্টু হোসেন ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।
মন্তব্য করুন